ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয় দিনের সকালে খেলা শেষ হবে। ফলে প্রশ্নের মুখে ইডেনে(Eden) পিচ। পিচ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল ম্যাচের দ্বিতীয় বলেই।

প্রথম দিন থেকেই বল তারন করতে শুরু করেছিল দ্বিতীয় দিনে ইডেনে পিচে শুরুই ঘূর্ণি। সারাদিনে পড়ল ১৫ উইকেটে।টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির আগেই ২০ উইকেট পড়ে গিয়েছে। পিচ নিয়ে বিরক্তি রয়েছে দু’শিবিরেই।

প্রথম দিন চা বিরতির পর থেকেই ধুলো উড়তে শুরু করেছিল ইডেনের পিচে। দ্বিতীয় দিন সকাল থেকেই ফাটল দেখা গিয়েছে।একইসঙ্গে আছে ।অসমান বাউন্সের সমস্যা।

ছয় বছর পর ইডেনে টেস্ট হচ্ছে। সারা দেশে যেখানে টেস্ট ক্রিকেটে দর্শক ভাটা সেখানে অন্য চিত্র। ইডেনে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে বেশি দর্শকরা এলেন। গ্যালারিতে প্রায় ৪১,০০০ দর্শক। কিন্তু এমন পিচ বানিয়ে তাদের প্রতি কি সঠিক বিচার করা হল। রবিবার টেস্টের সব থেকে আকর্ষণীয় দিন হতে পারত কিন্তু দ্বিতীয় দিনেই তো টেস্টের ভাগ্য নির্ধারণ প্রায় হয়ে গেল।

ইডেনের পিচ নিয়ে প্রথম দিনই অসন্তোষ প্রকাশ করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
তিনি স্পষ্টই বলেন, “প্রথম ওভারে চার-পাঁচটা বলের বল দেখলাম একটা বল গড়িয়ে গিয়েছে। একটা বল থেকে চারটে বাই রান হয়েছে। ”

কিন্তু পিচ নিয়ে সিএবির কিছু করার ছিল না। আসলে কলকাতায় আসার পর থেকেই পিচ নিয়ে নানা অবদার করতে থাকে গম্ভীর । তাঁর পছন্দ মতই পিচ হয়েছে। ভারত ও জয়ের রাস্তাও তৈরি করে ফেলেছে। কিন্তু এই পিচ কি আদৌ ও ভালো বিজ্ঞাপন টেস্টের জন্য?

যদিও দিনের শেষে ভারতের বোলিং কোচ মর্কেল বলেন, এটা খুব ভালো পিচ। এটাই উপমহাদেশের খেলার মজা।।এখানে পিচের চরিত্র এমন ভিন্ন হয়। এটা খুবই ভালো উইকেট।

সিএবির এক শীর্ষকর্তা বলেছেন, পছন্দের উইকেট দেওয়া হয়েছিল, চার দিন পিচে জল না দিলে যা হওয়ার তাই হয়েছে। বেশি দিন হলে ভালো লাগত, এত দর্শক আসছেন।

–

–
–



