Friday, December 5, 2025

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

Date:

Share post:

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের  খেলা শেষ হওয়ারপর ভারত অধিনায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হল।

ম্যাচ শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণের পরেই দেখাগেল গিলকে স্ট্রেচারে শুইয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। একটি ভিডিওতে(সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) দেখা দিয়েছে গিলকে স্ট্রেচারে শুইয়ে মাথা দুপাশে চেপে রেখে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। এই ছবি অত্যন্ত উদ্বেগজনক।

শনিবার  দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন ভারত অধিনায়ক শুভমান গিল ।ব্যাটিং করতে নামলেন না এমনকি ফিল্ডিং ও করতে নামলেন   না।  গিল শনিবার সারাদিন খেলতে পারেননি। এই টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই সেটাও স্পষ্ট হয়ে গেল। পাশাপাশি গুয়াহাটি টেস্টেও তাঁকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিল।

যদিও গিলের শারীরিক অবস্থা নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলছে না বিসিসিআই বা ভারতীয় থিং ট্যাংকের সদস্যরা। বিসিসিআইয়ের আপডেট অনুযায়ী, গিলের ঘাড়ে ‘নেক স্পাজম’ ধরা পড়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁর ঘাড়ের পরীক্ষা নিরীক্ষার জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের  বিবৃতিতে বলা হয়েছে, ‘শুভমন গিলের নেক স্পাজম হয়েছে এবং তাকে বিসিসিআই মেডিক্যাল টিম পর্যবেক্ষণে রাখছে। আজকে তিনি খেলতে পারবেন কি না, তা তার চিকিৎসার অগ্রগতির ওপর নির্ভর করবে।’

সাংবাদিক সম্মেলেন এসে ভারতীয় দলের বোলিং কোচ মর্কেল বলেন,  “গিল রেস্টে আছে। ওকে পর্যবেক্ষণ করতে হবে তারপর বলতে পারব। ওর রাতে ঘুমাতে অসুবিধ হয়েছে। এই ম্যাচে খেলতে পারবে না বলা যাবে না।”

 

spot_img

Related articles

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...

বাংলা-বিরোধিতায় বিদ্যুৎ-বরাদ্দ কমে ১২ ভাগের ১ ভাগ! অভিষেকের প্রশ্নের নির্লজ্জ উত্তর কেন্দ্রের

পরিকাঠামো। স্বাস্থ্য। একশো দিনের কাজ। শিক্ষা। সব ক্ষেত্রের পরে এবার কোপ বিদ্যুতে! শুধুমাত্র বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণে বিদ্যুতের...

সিবিআই মামলায় জামিন সুজয়কৃষ্ণর: নির্দেশ কলকাতা হাই কোর্টের

নিয়োগ মামলায় দীর্ঘ কয়েক মাস নিজের বাড়িতেই গৃহবন্দি ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। এবার জামিন পেয়ে বাস্তবিক জেলমুক্তি। সিবিআই-এর (CBI)...

SIR-র সময় বাড়াতে চায় কমিশন: উল্টো সুর রাজ্যের CEO-র!

রাজ্যে একের পর এক বিএলও মৃত্যু ও অসুস্থতার পরে বাংলার বিএলও-রা লাগাতার আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের...