কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক তালিকা প্রকাশ করল এসএসসি। এরপরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া। একাদশ- দ্বাদশের জন্য শূন্যপদ রয়েছে ১২,৫১৪। যদিও এই আসন সংখ্যা ৭০০ থেকে ৮০০ বাড়তে পারে বলে জানা গিয়েছিল এসএসসি সূত্রে।

লিখিত পরীক্ষার ৬০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ১০ নম্বর, এই তিনটির ভিত্তিতে ৮০ নম্বরে মোট প্রাপ্ত নম্বরের নিরিখেই সাজানো হয়েছে সংশ্লিষ্ট তালিকা। লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীরা কত নম্বর পেয়েছেন তাও উল্লেখ করা হয়েছে তালিকায়। কমিশন সূত্রে জানা গিয়েছে, যাঁদের নাম এই ২০ হাজারের মধ্যে নেই তাঁদের জন্য একাদশ-দ্বাদশ নিয়োগ প্যানেলে একটি পৃথক রেজাল্টও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজ তাদের ওয়েবসাইটে একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে আবেদনকারী প্রার্থীদের বিস্তৃত তথ্যসম্বলিত সাক্ষাৎকার-যোগ্য প্রার্থীদের এক প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। উক্ত প্রার্থীদের নথিপত্র যাচাই প্রক্রিয়া আগামী ১৮ই নভেম্বর, ২০২৫ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে সূচিত হতে চলেছে—যা আমাদের অভিভাবক, মুখ্যমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করার আমাদের অঙ্গীকারের স্বচ্ছ, সুদৃঢ় ও দায়বদ্ধতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
তাই চাকরিপ্রার্থীদের প্রতি আমাদের আন্তরিক বার্তা—ভরসা রাখুন, ভরসা থাকুক।

আরও পড়ুন- চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

_

_

_

_

_

_
_


