Monday, November 17, 2025

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান গিল(Subhman Gill) হাসপাতালে ভর্তি। কলকাতায় খেলতে এসে একটা রাত হাসপাতালে কাটাতে হল শুভমান গিলকে।

কেমন আছেন ভারত অধিনায়ক? রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গিলকে(Subhman Gill) নিয়ে একটি আপডেট দেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে বার্তায় লেখা হয়েছে, ইডেন টেস্টের দ্বিতীয় দিনে স্প্যাজম’-এর জেরে সমস্যায় মধ্যে পড়েন গিল। সারাদিন সাজঘরে বিশ্রাম নেওয়ার পরে বিকেলের পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপাতত হাসপাতালে পর্যবেক্ষণই রয়েছে। ইডেনে দ্বিতীয় ইনিংসে খেলতে পারলেন না।

যদিও সূত্রের খবর অনুযায়ী গিল অসম্ভব ব্যথার মধ্যে রয়েছেন,ব্যথায় কাতর শুভমান গিল। তিনি নাকি ব্যথা সহ্য করতে পারছিলেন না। ‘নেক স্প্যাজম’-এর জেরে সমস্যায় ভারতীয় অধিনায়ক। সামান্য ঘাড় ঘোরাতেও প্রবল সমস্যায় পড়ছেন তিনি।আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে ভারতের। এই ম্যাচেও খেলতে পারবেন কিনা গিল তা নিয়েও প্রশ্ন আছে।

শুভমান গিলের জন্য ইডেনে চেয়েও সকালে পাওয়া যায়নি বিশেষজ্ঞ চিকিৎসক। সূত্রের খবর সিএবির উপর ক্ষুব্ধ ভারতীয় শিবির। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন আশঙ্কার কোন‌ও কারণ নেই। আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হচ্ছে ভারতীয় অধিনায়ককে। পিচ বিতর্কের মধ্যেই গিলকে নিয়ে নতুন করে সংঘাত শুরু হল। সব মিলিয়ে ছয় বছর পর টেস্টে মাঠের বাইরেও প্রবল সংঘাতে সিএবি এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version