Monday, November 17, 2025

দিল্লি বিস্ফোরণে গাড়ি ভর্তি ছিল IED! দিল্লিতেই লুকিয়ে ছিল উমরের সহযোগী

Date:

Share post:

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী আমির রশিদ আলি। আশ্চর্যজনকভাবে সেই আমির দিল্লিতে লুকিয়ে থাকলেও প্রায় এক সপ্তাহ লেগে গেল তাকে ধরতে। আমির এই হামলার (Delhi blast) ষড়যন্ত্রকারী। এই মামলার তদন্ত হাতে নেওয়ার পর এটাই এনআইএ-র (NIA) প্রথম গ্রেফতারি। এছাড়াও এই হামলাকে আত্মঘাতী হামলা (suicide attack) বলে নিশ্চিত করা হয়েছে। ঘাতক গাড়িতে বোঝাই করা হয়েছিল আইইডি বিস্ফোরক (IED blast), জানিয়েছে এনআইএ।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) বিবৃতি জারি করে জানিয়েছে, দিল্লিতে জঙ্গি হামলা চালাতে উমরের সঙ্গে ষড়যন্ত্র করেছিল আমির। আমির জম্মু ও কাশ্মীরের পাম্পোরের সাম্বুরার বাসিন্দা। ঘাতক গাড়ি কেনার জন্য দিল্লি এসেছিল। আইইডি বোঝাই করে গাড়িটিকে বোমা হিসেবে ব্যবহার করা হয়। সোমবার উমর গাড়ি নিয়ে লালকেল্লার (Lal Quila) সামনে হামলা চালায়। মৃত্যু হয় ১৫ জনের। আহত হয় ৩২ জন। এনআইএ-র জানিয়েছে, তল্লাশি চালিয়ে রবিবার দিল্লি (Delhi) থেকে গ্রেফতার করা হয় আমিরকে। এনআইএ-র আধিকারিকরা জানিয়েছেন, আত্মঘাতী হামলা চালানোর লক্ষ্যে কেনা উমরের আরও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা গাড়িটিকে খতিয়ে দেখছে।

সোমবার সন্ধেয় দিল্লিতে জঙ্গি হামলা চালিয়েছিল পেশায় চিকিৎসক উমর উল নবি। ডিএনএ পরীক্ষা করে উমরের পরিচয় নিশ্চিত করেছেন তদন্তকারীরা। তদন্তে আরও তথ্য সামনে এসেছে, দিল্লিতে জঙ্গি হামলা চালাতে এই ‘হোয়াইট কলার’ সন্ত্রাসী মডিউলটি গত এক বছর ধরে আত্মঘাতী হামলাকারী খুঁজছিল। এই মামলায় এনআইএ এখন পর্যন্ত ৭৩ জন সাক্ষীর জবানবন্দি নিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিস্ফোরণে আহত কয়েকজন।

আরও পড়ুন : লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

কিন্তু জম্মু ও কাশ্মীর বা অসমের বাসিন্দাদের এতদিন ধরে গ্রেফতার করা হলেও দিল্লিতেই ছিল ঘাতক উমরের সহযোগী। অথচ এতদিন ধরে কেন্দ্রীয় একাধিক গোয়েন্দা সংস্থা ও এনআইএ তদন্ত চালালেও দিল্লি (Delhi) থেকে উমর সহযোগী আমিরকে গ্রেফতার করতে প্রায় এক সপ্তাহ সময় লেগে গেল এনআইএ-র (NIA)। গত রবিবার সকালে জম্মু ও কাশ্মীর পুলিশ হরিয়ানার ফরিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধার করেছিল। তা নিয়ে কতটা অসচেতন হওয়ার কারণে সোমবার সারাদিন পেরিয়ে সন্ধ্যায় গিয়ে রাজধানীতে বিস্ফোরণ ঘটনাতে সফল হয়েছিল উমর নবি। তারপরেও এনআইএ-র কার্যত অপদার্থতাই প্রমাণিত হয় ছয়দিন পরে আমিরের গ্রেফতারিতে।

spot_img

Related articles

‘নিয়মের বাইরে’ কাজের চাপ: এবার আন্দোলনে CEO দফতরে রাজ্যের BLO-রা

যেন কোনও যাদুকাঠির ছোঁয়ায় এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা তৈরির কাজ হয়ে যাবে। ঠিক এভাবেই...

কল্যাণের বোমা-বন্দুক অভিযোগ! রাজভবনে পুলিশ-বম্ব স্কোয়াড নিয়ে বিস্ফোরক খুঁজবেন রাজ্যপাল

বোমা-বন্দুক মজুত রাখা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) তোলা অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে (Raj Bhavan) বিশেষ তল্লাশি...

বিতর্কে জর্জরিত কেরলের প্রথম মহিলা ডিজিপি এবার পঞ্চায়েতে বিজেপি প্রার্থী

বিতর্ক তাঁর পিছু ছাড়েনি! একসময়ের কেরালার দুঁদে আইপিএস, 'রেইড শ্রীলেখা' এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত জয়ের স্বপ্ন...

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর...