Monday, December 8, 2025

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার মধ্যবয়স্কা মহিলার ক্ষতবিক্ষত দেহ। দেহটি প্রথম দেখতে পান সবজিমাণ্ডি এলাকার সরকারি রেল পুলিশ (GRP)-এর কর্মীরা। সূত্রের খবর, ওই মহিলার (Woman) শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং মুখ ও মাথায় গভীর ক্ষত ছিল।

পুলিশ সূত্রে খবর, মৃতার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫, উচ্চতা প্রায় ৫ ফুট। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি ভবঘুরে ছিলেন। মহিলার মুখ ও মাথায় তীক্ষ্ণ ধারালো অস্ত্রের ক্ষত এবং মুখে রক্ত ছিল। পুলিশের (Police) মতে, ১৬ নভেম্বর সাবজি মান্ডি থানার ASI ধর্মেন্দ্র (নং ২৯/রেলওয়ে, পিআইএস নং ২৮৮৮৩৯৪৯) থেকে তথ্য পাওয়া যায় যে, রেললাইনের কাছে অর্ধনগ্ন অবস্থায় এক মহিলার মৃতদেহ পড়ে আছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া একটি মহিলাদের চপ্পল ও একটি পুরুষদের চটিও পাওয়া গিয়েছে। সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তাঁর পরিবার বা পরিচিতদের খোঁজ করছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন পুলিশ আধিকারিকরা। এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার আগে ওই মহিলার গতিবিধি বা সন্দেহজনক কোনও ব্যক্তির উপস্থিতি চিহ্নিত করার চেষ্টা চলছে। ক্ষতের ধরণ দেখে মনে করা হচ্ছে অত্যন্ত নৃশংসভাবে এই মহিলাকে খুন করা হয়েছে। কিন্তু ঠিক কেন এই মহিলার ওপর কারোর এতটা বিতৃষ্ণা থাকতে পারে সেই নিয়ে এখনও ধন্দে পুলিশ। মহেন্দ্র পার্ক থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। গোটা বিষয়টা খতিয়ে দেখতে একাধিক দল গঠন করেছে দিল্লি পুলিশ (Delhi Police)।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...