Wednesday, December 10, 2025

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

Date:

Share post:

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই অস্থির হয়ে পড়েছেন হুমায়ুন। ভেবেছিলেন হয়তো এবার ডেকে পাঠানো হবে। বা দলের তরফ থেকে মধ্যস্থতা করা হবে। দুর্ভাগ্যক্রমে বারবার দল বিরোধী পথে যাওয়া হুমায়ুন কবীরকে (Humayun Kabir) নিয়ে একেবারে নীরব তৃণমূল কংগ্রেস (TMC)। আর তাতে হতাশায় একের পর এক স্বার্থসিদ্ধির বক্তব্য পেশ করে চলেছেন ভরতপুর (Bharatpur) বিধায়ক। এবার নাম করলেন এমন এক তৃণমূল নেতার যিনি একসময় ফাঁস করে দিয়েছিলেন হুমায়ুনের কীর্তি। তাতেই স্পষ্ট, নিজের কীর্তি প্রকাশ্যে চলে আসাতেই দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ভরতপুর বিধায়ক।

এবার হুমায়ুনের নিশানায় তৃণমূল শ্রমিক সংগঠনের (INTTUC) বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি নীলিমেশ বিশ্বাস (Nilimesh Biswas)। হুমায়ুন কবীরের দাবি, নীলিমেশ বিশ্বাস তোলাবাজি করেন। সেই অভিযোগ কোনও প্রমাণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন তিনি।

প্রসঙ্গত, এ বছর আগেও একবার নতুন দল করা নিয়ে অনেক দহরম-মহরম করেছিলেন হুমায়ুন কবীর। সেই সময় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁকে ডেকে পাঠান। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন নীলিমেশ বিশ্বাসও (Nilimesh Biswas)। শোনা যায় সেই বৈঠকে নীলিমেশই হুমায়ুনের (Humayun Kabir) যাবতীয় কীর্তিকলাপ ফাঁস করে দিয়েছিলেন অভিষেকের সামনে। আর তারপরেই চুপসে গিয়েছিল হুমায়ুনের বেলুন।

আরও পড়ুন : কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ আনন্দ বোসের! চিঠি মানেই FIR নয়: পাল্টা তোপ তৃণমূল সাংসদের

নতুন দলগড়ার কথা বলার পর থেকে আবার সেই নীলিমেশের বিরুদ্ধে সরব হুমায়ুন। নানাভাবে ভিত্তিহীন অভিযোগ তুলে তাঁকে এবং তৃণমূলের শ্রমিক সংগঠনকে বিপাকে ফেলতে চাইছেন ভরতপুরের বিধায়ক। নীলিমেশ ছাড়াও আগেই মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। যদিও তাতেও অমল দেয়নি তৃণমূল। এবার নীলিমেশের বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে আদৌ মাথা ঘামাবে কিনা দল, তা সময়েই টের পাবেন হুমায়ুন কবীর।

spot_img

Related articles

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...

প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স পাণ্ডিয়ার, টি২০-র শুরুতেই দাপুটে জয় ভারতের

একদিনের সিরিজ যেখানে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ সেখান থেকেই শুরু করল টিম ইন্ডিয়া(Team India)। কটকে...