প্লাইউড কারখানায় আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashokenagar)। প্লাইউড তৈরিতে দাহ্য পদার্থ ব্যবহার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশেই একটি পেট্রোল পাম্প (petrol pump) থাকায় আগুন নিয়ে আতঙ্ক ছড়ায় এলাকায়। যদিও দমকলের দুটি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টায় চেষ্টায় আগুন খানিকটা নিয়ন্ত্রণে আনে।
অশোকনগরের তালসা এলাকায় একটি প্লাইউডের (plywood) কারখানায় মঙ্গলবার দুপুরে আচমকাই আগুন লেগে যায়। সেই সময়ে কারখানার কর্মীরা কাজ করছিলেন। তাঁদের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। দ্রুত খবর দেওয়া হয় দমকলে।
আরও পড়ুন : ১০০ দিনের কাজ শুরু না-হওয়ায় আদালতের দ্বারস্থ খেতমজুর ইউনিয়ন
তালসার প্লাইউড কারখানায় আগুন লাগার ঘটনায় কেউ হতাহতের কোনও খবর নেই। দমকলের দুটি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টা আগুন নেভানোর চেষ্টা চালায়। তা সত্ত্বেও বিকালে বেশ কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। যা নিয়ন্ত্রণে তৎপর দমকল বিভাগ। তবে পেট্রোল পাম্পে আগুন ছড়ানো থেকে রক্ষা করা গিয়েছে।
–
–
–
–
–
–
