ফের বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে এবার স্পষ্ট ভাষায় বললেন ২০২৪ সালের লোকসভা ভোটে তাঁকে দুর্গাপুরে (Durgapur) প্রার্থী করা হয়েছিল হারানোর জন্যেই। দিলীপের লক্ষ্য যে শুভেন্দু-সুকান্তের চক্রান্তের দিকে তা বলার অপেক্ষা রাখে না।
খড়গপুরে বিজেপি (BJP) দলীয়ে দফতরের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে দিলীপ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন দুবার আমি নিজের ইচ্ছায় নির্বাচনে দাড়িয়েছিলাম আরেকবার ইচ্ছার বিরুদ্ধে। কোন দু’বার স্বইচ্ছায় প্রার্থী হয়েছিলেন দিলীপ? ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে (Assembly) খড়গপুর আসনে দিলীপ জেতেন। ছয় হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। ২০১৯ সালে লোকসভা ভোটে মেদিনীপুর থেকে প্রার্থী হয়ে জিতেছিলেন ৮৯০০০ ভোটে। এই দু’বার ছিল নিজের ইচ্ছায় ভোটে লড়াই। ২০২৪ সালে কী হয়েছিল? দিলীপ বলছেন নিজের ইচ্ছার বিরুদ্ধে দুর্গাপুরে প্রার্থী হয়েছিলাম। দলের সৈনিক হিসেবে যখন যেখানে যেকাজটা বলবে সেই কাজটা করব। প্রার্থী হতে কিম্বা কেন্দ্র বদলানোর জন্য কোনদিন আমি কাউকে অনুরোধ-উপরোধ কিছুই করিনি।
মজার ব্যাপার হল, দিলীপকে (Dilip Ghosh) হারিয়ে রাজনৈতিকভাবে অপদস্থ করার জন্য শুভেন্দু-সুকান্ত হাতে হাত মিলিয়ে সেবার দিলীপের সর্বনাশ করেছিলেন। সকলে জানতেন দিলীপ যদি মেদিনীপুরের প্রার্থী হতেন তাহলে নিশ্চিন্তে জয়ী হতেন। দিলীপের পরিবর্তে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করে বিজেপি আসনটি হেরেছিল ২৭ হাজারের বেশি ভোটে। অর্থাৎ বিজেপি এক লক্ষ কুড়ি হাজারের কাছাকাছি ভোট হারিয়েছে।
খড়গপুর দিলীপের পছন্দের জায়গা। সেখানে তিনি কমফর্ট ফিল করেন। কিছুটা দার্শনিকের ভঙ্গিতে দিলীপ মঙ্গলবার বলেছেন, যতদিন তিনি রাজনীতিতে আছে ততদিন দলের নির্দেশে কাজ করে যাবেন। এরপরেই মোক্ষম মন্তব্য, চিরদিন তো কেউ রাজনীতি করে না! অর্থাৎ বিজেপির অভ্যন্তরের এই নোংরা খেলায় বিরক্ত দিলীপ বুঝিয়ে দিয়েছেন যেদিন সব সহ্যের বাইরে চলে যাবে, সেদিন তিনি রাজনীতিকেও আলভিদা জানাতে দেরি করবেন না।
–
–
–
–
–
–
