Wednesday, November 19, 2025

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। বুধবার মামলায় শুনানিতে শর্ত সাপেক্ষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। সোমবারেই বিচারপতি জানিয়েছিলেন বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ হয়ে গেলে জামিন দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না। ইডি মামলায় জামিন আগেই মিলেছিল এবার CBI মামলায় শর্তসাপেক্ষে জামিন মিলতেই প্রায় দুবছর পর জেলমুক্তিতে আপাতত আর কোনও বাধা রইল না কল্যাণময়ের।

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের প্যানেলে নিয়োগ সংক্রান্ত যে অভিযোগ উঠেছিল, তাতে কল্যাণময়ের যোগ রয়েছে বলে দাবি করেছিল তদন্তকারী সংস্থা। ওই সময়ে মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে ছিলেন তিনি। ২০১৬ পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। সেই বছরেই তাঁকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি করা হয়। অনিয়মের অভিযোগেই ২০১৬ সালের প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। তার আগে অবশ্য ইডি ও সিবিআই দুজনের হাতেই গ্রেফতার হন কল্যাণময়। আর্থিক তছরুপের অভিযোগে ইডি গ্রেফতারি থেকে আগেই জামিন পেয়েছিলেন। এরপর CBI মামলা থেকে জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার সেই মামলায় আদালত জানায় তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় অভিযুক্তকে সাহায্য করতে হবে। তদন্তকারীদের না জানিয়ে তিনি কোথাও যেতে পারবেন না। তাঁর মোবাইল ফোন নম্বরটিও জমা রাখতে হবে। মামলার সঙ্গে জড়িত কাউকে প্রভাবিত করতে পারবেন না পর্ষদের প্রাক্তন সভাপতি।

 

Related articles

কৃষকদের পাশে রাজ্য, শস্য বিমা নিয়ে নবান্নে উচ্চস্তরের পর্যালোচনা সভা

নবান্নে বুধবার শস্য বিমা প্রকল্পের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। সাম্প্রতিক...

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, বাংলায় ৮২০০ কোটি টাকার বিনিয়োগ প্রসূনের ইউনিভার্সাল সাকসেসের

বাংলায় বিপুল বিনিয়োগ করছে বাঙালী শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের (Prasun Mukharjee) ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ (USEL)। এবিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা...

প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল চালু পর্ষদের

রাজ্যে শিক্ষক নিয়োগে নতুন দিশা। এসএসসির পর প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল খুলল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West...

ভারতে ফিরতেই এনআইএর হাতে গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই!

আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে। দিল্লিতে নামতেই গ্রেফতার করল এনআইএ। মহারাষ্ট্রের...
Exit mobile version