স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফর্ম ফিলআপ সংক্রান্ত ঝঞ্ঝাটের মাঝেই এবার আধার কার্ড (Aadhaar Card) বদলের সম্ভাবনা নিয়ে জোরালো আপডেট প্রকাশ্যে। শোনা যাচ্ছে আধার কার্ডের ডিজাইন নাকি পুরোপুরি পাল্টে যেতে চলেছে। ব্যক্তিগত নাম ঠিকানা বিহীন নতুন ডিজাইনের এই পরিচয় পত্র ডিসেম্বর থেকেই দেওয়া শুরু হবে। UIDAI সূত্রের খবর নতুন আধার কার্ডে শুধুমাত্র ছবি আর কিউআর কোড (QR Code) ছাড়া আর কিছুই দেওয়া থাকবে না!
আধার কার্ডের মাধ্যমে তথ্য চুরি ও জালিয়াতি রুখতে এবার গোটা কার্ডের খোলনলচে বদলে যেতে চলেছে। UIDAI বলছে, নতুন কার্ডে থাকা QR কোডেই লুকনো যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করার জন্য বর্তমানে যে mAdhar অ্যাপ আছে, সেটির বদলে নতুন আধার অ্যাপ আনা হবে। সংস্থার সিইও ভুপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আসলে এই মুহূর্তে বিভিন্ন হোটেল বুকিং কিংবা কিছু কেনার ক্ষেত্রে অনেক সময় আধার কার্ডের প্রতিলিপি জমা নেয়া হয়। এটি তথ্যচুরির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তা আটকাতেই নতুন আধার কার্ডের বিষয়টি ভাবনাচিন্তা স্তরে রয়েছে। ডিসেম্বরেই এই প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।
–
–
–
–
–
–
–
–
