Thursday, November 20, 2025

আর ৬০০ কোটির ছবি নয়! নতুন প্রতিভাদের ক্ষমতায়ন চান দীপিকা

Date:

বড় বাজেটের ছবির শিরোনাম হওয়ার চেয়ে নতুন প্রতিভার ক্ষমতায়নে বেশি মনোযোগী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সম্প্রতি এক সাক্ষাৎকার থেকে এমনটাই জানা গিয়েছে।

এক আমেরিকান মাসিক মহিলাদের ফ্যাশন ম্যাগাজিনে দীপিকা বলেছেন, “কারণ সত্যি বলতে, আর কত খ্যাতি, আর কত সাফল্য, আর কত টাকা? এই পর্যায়ে, এটা আর সেই বিষয় নয়। এটা ১০০ কোটি টাকার সিনেমা, এমনকি ৫০০-৬০০ কোটি টাকার সিনেমাও নয়। আমাকে যা উত্তেজিত করে তা হল অন্যান্য প্রতিভাদের ক্ষমতায়ন। আমার দল এবং আমি এখন সেই বিষয়ের উপরই মনোযোগী। গল্প বলার সুযোগ করে দেওয়া এবং অন্যান্য সৃজনশীল মন, লেখক, পরিচালক এবং এমনকি নতুন প্রযোজকদের সমর্থন করা। এটাই এখন আমার কাছে অর্থপূর্ণ মনে হয়।” সন্দীপ রেড্ডি বঙ্গের সঙ্গে দীপিকার প্রকাশ্যে বিরোধ এবং তাঁর ছবি “স্পিরিট” থেকে বেরিয়ে যাওয়ার পর অভিনেতাকে নাগ অশ্বিনের “কল্কি ২৮৯৮ এডি” সিক্যুয়েল থেকে বাদ দেওয়া হয়।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন মা হিসেবে আট ঘণ্টার কাজের শিফটের দাবির কারণেই তিনি স্পিরিট থেকে সরে আসেন। অন্যদিকে, প্রযোজনা ব্যানার বৈজন্তী মুভিজ সেপ্টেম্বরে ঘোষণা করে যে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েল থেকে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে কারণ প্রথম ছবি তৈরির সময় দীর্ঘদিন ধরে একসাথে কাজ করার পরেও ছবি নির্মাতারা তার সঙ্গে ‘পার্টনারশিপ’ খুঁজে পাননি।

দীপিকা আরও বলেন,”যা আমার কাছে সত্য মনে হয় না তা কোনও কাজে লাগে না। কখনও কখনও লোকেরা প্রচুর অর্থের প্রস্তাব দেয় এবং মনে করে যে এটাই যথেষ্ট, কিন্তু তা হয় না। এবং বিপরীতেও সত্য – কিছু জিনিস বাণিজ্যিকভাবে বড় নাও হতে পারে, তবে আমি মানুষ বা বার্তায় বিশ্বাস করি এবং আমি এর পাশে থাকব।”

দীপিকা বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খান অভিনীত ‘কিং’ ছবির শুটিং করছেন। ছবিতে আরও অভিনয় করবেন সুহানা খান, অভিষেক বচ্চন এবং জয়দীপ আহলাওয়াত।

Related articles

বিনোদন জগৎ কর্ম প্লাবন সৃষ্টি করে: টেলি সম্মান অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

বিনোদন জগৎ কর্ম প্লাবন সৃষ্টি করে। এটা একটা বড় কাজ। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে টেলি সম্মান (Tele Award) প্রদান...

রবিবার ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! জানুন বিকল্প রুট

আগামী রবিবার অর্থাৎ ২৩শে নভেম্বর বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু। সূত্রের খবর সকাল ৬টা থেকে ২টো পর্যন্ত প্রায়...

কাউন্টডাউন শুরু! নবান্নে ভোটপ্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যসচিবের 

২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নির্বাচন কমিশনের পরিকল্পনার পাশাপাশি প্রশাসনিক...

নামতে নামতে ১৪২ নম্বরে! মাঠের বাইরেও শুধুই হতাশা-লজ্জাই প্রাপ্তি ভারতীয় ফুটবলে

মাঠ এবং মাঠের বাইরে শুধুই লজ্জা ভারতীয় ফুটবলের(Indian Football)। গত মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের...
Exit mobile version