পাকিস্তানের( Pakistan) পঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার মালিকপুর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার রাসায়নিক কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনও চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বারবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনায় আহত বহু। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পরে রয়েছে আরও অনেকে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। ৫ সদস্যের একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। গোটা ঘটনায় প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে পাকিস্তানের( Pakistan) ন্যাশনাল ট্রেড ইউনিউন ফেডারেশন। কারখানার নিরাপত্তার বিষয়ে যথাযথ পদক্ষেপ না করার ফলেই এই দুর্ঘটনা বলে দাবি করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকেই এই বয়লার বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট কমিশনার জানায়, নিহতদের বেশিরভাগই কারখানার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকাতেও শব্দ শোনা গিয়েছে।
–
–
–
–
–
