চোরের মন পুলিশ পুলিশ! ভূমিকম্প নিয়ে BJP-TMC-র নারদ-নারদ

Date:

Share post:

সাম্প্রতিক সময়ে যে কোনও ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া যেন রীতি হয়ে গিয়েছে। সামাজিক, পারিবারিক থেকে প্রাকৃতিক বিষয়কেও ছাড়ছে না রাজনীতিকরা। সেই তালিকায় এবার জুড়ল ভূমিকম্প (earthquake)। রাজ্যে যখন ভোটার তালিকার এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রাজনীতির পারদ চড়েই রয়েছে, সেই পরিস্থিতিতে শুক্রবার পূর্ব ভারতে অনুভূত ভূমিকম্প নিয়েও উত্তাপ বাড়াতে ছাড়ল না রাজ্যের প্রধান দুই রাজনৈতিক  দল – তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। একদিকে বিজেপির খোঁচা, অন্যদিকে তৃণমূলের সপাট উত্তরে সরগরম রাজ্য রাজনীতি।

শুক্রবার সকালে বাংলাদেশের (Bangladesh) ঘোড়াশাল এলাকায় অনুভূত ভূমিকম্পে কেঁপে ওঠে শহর কলকাতাসহ বাংলার বিস্তীর্ণ এলাকা। এরপরই বিজেপি প্রথম তা নিয়ে রাজনীতি শুরু করে। কার্যত তারা প্রমাণ করার চেষ্টা করে প্রাকৃতিক বিপর্যয়ও যেন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, যেভাবে তাঁদের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে। সোশ্যাল মিডিয়া (social media) হ্যান্ডেলে লেখা হয়, বাংলায় এই মাত্র অনুভূত হল ভূমিকম্প। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কি এসআইআর-এর ফল?

পাল্টা জবাব দিতে এতটুকু দেরি করেনি শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁদের তরফে উত্তরে জানানো হয়, আসলে এটা বঙ্গ বিজেপির (BJP West Bengal) পায়ের তলার মাটির কেঁপে ওঠা, কারণ তাঁরা ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট দেখতে পাচ্ছে।

আরও পড়ুন : পূর্ব ভারত জুড়ে ভূমিকম্পে আতঙ্ক: বাংলার উত্তর থেকে দক্ষিণে অনুভূত কম্পন

যে কোনও ইস্যুতে রাজনীতি দেখতে পাওয়া বিজেপিকে তৃণমূলের তরফ থেকে যেন স্মরণ করিয়ে দেওয়া হয় বিখ্যাত বাংলা প্রবাদ – চোরের মন পুলিশ পুলিশ। সেই সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয়, আর চিন্তা করবেন না, দিল্লির জমিদাররাও এটা মিস করবে না। এই কম্পনের ঢেউ (shockwave) তাঁদের কাছেও পৌঁছে যাবে।

spot_img

Related articles

কয়লা পাচারে ৪০ জায়গায় তদন্তে ইডি-সিবিআই: ঝাড়খণ্ডে উদ্ধার টাকা

কয়লা পাচার মামলায় ফের রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি। বাংলার পাশাপাশি তল্লাশি চালানো হয় ঝাড়খণ্ডেও। বেআইনি কয়লা পাচারের (coal...

পূর্ব ভারত জুড়ে ভূমিকম্পে আতঙ্ক: বাংলার উত্তর থেকে দক্ষিণে অনুভূত কম্পন

শুক্রবার সকালে আচমকাই কেঁপে উঠল বাংলাদেশসহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্প অনুভূত হয় বাংলার বিস্তীর্ণ এলাকায়। প্রায় দেড়...

গাড়িচালকের মোবাইলে মারের ফুটেজ: দত্তাবাদ খুনে আগাম জামিন আবেদন ‘অভিযুক্ত’ বিডিও-র

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। সেই সঙ্গে আগাম জামিনের পথে গিয়ে নিজের গ্রেফতারির...

এসএসসি ভেরিফিকেশনে অনুপস্থিত উত্তীর্ণরা: খুলবে অনুত্তীর্ণদের পথ!

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সচেষ্ট স্কুল সার্ভিস...