Friday, November 21, 2025

সাম্প্রতিক সময়ে যে কোনও ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া যেন রীতি হয়ে গিয়েছে। সামাজিক, পারিবারিক থেকে প্রাকৃতিক বিষয়কেও ছাড়ছে না রাজনীতিকরা। সেই তালিকায় এবার জুড়ল ভূমিকম্প (earthquake)। রাজ্যে যখন ভোটার তালিকার এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রাজনীতির পারদ চড়েই রয়েছে, সেই পরিস্থিতিতে শুক্রবার পূর্ব ভারতে অনুভূত ভূমিকম্প নিয়েও উত্তাপ বাড়াতে ছাড়ল না রাজ্যের প্রধান দুই রাজনৈতিক  দল – তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। একদিকে বিজেপির খোঁচা, অন্যদিকে তৃণমূলের সপাট উত্তরে সরগরম রাজ্য রাজনীতি।

শুক্রবার সকালে বাংলাদেশের (Bangladesh) ঘোড়াশাল এলাকায় অনুভূত ভূমিকম্পে কেঁপে ওঠে শহর কলকাতাসহ বাংলার বিস্তীর্ণ এলাকা। এরপরই বিজেপি প্রথম তা নিয়ে রাজনীতি শুরু করে। কার্যত তারা প্রমাণ করার চেষ্টা করে প্রাকৃতিক বিপর্যয়ও যেন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, যেভাবে তাঁদের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে। সোশ্যাল মিডিয়া (social media) হ্যান্ডেলে লেখা হয়, বাংলায় এই মাত্র অনুভূত হল ভূমিকম্প। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কি এসআইআর-এর ফল?

পাল্টা জবাব দিতে এতটুকু দেরি করেনি শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁদের তরফে উত্তরে জানানো হয়, আসলে এটা বঙ্গ বিজেপির (BJP West Bengal) পায়ের তলার মাটির কেঁপে ওঠা, কারণ তাঁরা ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট দেখতে পাচ্ছে।

আরও পড়ুন : পূর্ব ভারত জুড়ে ভূমিকম্পে আতঙ্ক: বাংলার উত্তর থেকে দক্ষিণে অনুভূত কম্পন

যে কোনও ইস্যুতে রাজনীতি দেখতে পাওয়া বিজেপিকে তৃণমূলের তরফ থেকে যেন স্মরণ করিয়ে দেওয়া হয় বিখ্যাত বাংলা প্রবাদ – চোরের মন পুলিশ পুলিশ। সেই সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয়, আর চিন্তা করবেন না, দিল্লির জমিদাররাও এটা মিস করবে না। এই কম্পনের ঢেউ (shockwave) তাঁদের কাছেও পৌঁছে যাবে।

Related articles

বাইশ গজেই ভালোবাসার পূর্ণতা, বিশ্বজয়ের মাঠে স্মৃতিকে প্রেম নিবেদন পলাশের

বিশ্বকাপ জয়ের মাঠেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে বাগদান সেরে...

Petrol Diesel price: আজকের পেট্রোল-ডিজেলের দাম

২১ নভেম্বর (শুক্রবার), ২০২৫   কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা   দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: সামান্য কমেছে সোনা-রুপোর দাম

শুক্রবার ২১ নভেম্বর, ২০২৫   ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১২২৫৫ ₹     ১২২৫৫০ ₹ খুচরো পাকা সোনা    ১২৩১৫...

অবশেষে প্রকাশিত হচ্ছে SSC নবম–দশম-এর নিয়োগ পরীক্ষার ফল

অবশেষে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার (Exam) ফল ঘোষণার দিনের আভাষ মিলল। শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল সার্ভিস...
Exit mobile version