Friday, November 21, 2025

বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার মহিলা!

Date:

শীতের সকালের হালকা কুয়াশাকে আড়াল করে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা—শেষমেশ সেই চক্রের দুই সদস্যকে পাকড়াও করল বহরমপুর থানার পুলিশ। বুধবার সকালে বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং জাল নোটসহ এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন আলফাজ মণ্ডল এবং মনিকা বিবি। দু’জনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গির ঘোষপাড়ায়।

গোপন সূত্রে তথ্য পাওয়ার পর পুলিশের একটি বিশেষ দল এলাকায় নজরদারি শুরু করে। এরপরই সন্দেহজনক অবস্থায় এই দু’জনকে আটক করা হয়। তল্লাশিতে উদ্ধার হয় ৮টি ৭.৬৫ এমএম পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ হাজার টাকার জাল নোট। এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিহারের মুঙ্গেরে তৈরি। সেখান থেকে অস্ত্র এনে বহরমপুর হয়ে ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গি এলাকায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক কোনও বড় যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রীত সিং জানান, বহরমপুর থানার সঙ্গে এসওজি-র যৌথ অভিযানে এই সাফল্য। তাঁর কথায়, “গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে বাংলাদেশ যোগের ইঙ্গিত মিলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” ধৃত দু’জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন – ফুটবলারদের স্বার্থেই হস্তক্ষেপ! আইএসএলের জট কাটাতে ২ সপ্তাহ সময় চাইল কেন্দ্র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিএলও–দের প্রতি পূর্ণ আস্থা কমিশনের, নিউ টাউনের কর্মশালায় জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার সাফল্য মূলত বুথ লেভেল অফিসারদের (বিএলও) দক্ষতা ও নিষ্ঠার উপরেই নির্ভর...

এসআইআর–এর কাজে দুই বিএলও–র মৃত্যু! পরিবারকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত রাজ্যের

এসআইআর–এর কাজ করতে গিয়ে দুই বুথ লেভেল অফিসারের (বিএলও) মৃত্যুতে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য...

SIR-এর নামে বৈধ ভোটার বাদ দেওয়ার ‘চক্রান্ত’ বিজেপির! প্রতিবাদে শিবপুরে মিছিল-পথসভা তৃণমূলের

SIR প্রক্রিয়ায় যাতে একটিও বৈধ ভোটার বাদ না যান, সেই দাবিকে কেন্দ্র করে এবং SIR নিয়ে বিজেপির “চক্রান্ত”-এর...

শ্রম আইনগুলির সরলীকরণ-সুবিধাজনক করতে ৪টি শ্রমবিধি রূপায়ণের ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। চারটি শ্রমবিধি (Labour Laws) রূপায়ণ ঘোষণা। বিধিগুলি হল মজুরি বিধি ২০১৯, শিল্প সম্পর্ক বিধি...
Exit mobile version