এসআইআর–এর কাজ করতে গিয়ে দুই বুথ লেভেল অফিসারের (বিএলও) মৃত্যুতে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃত দুই পরিবারের হাতে তুলে দেওয়া হবে এককালীন দুই লক্ষ টাকা করে। পাশাপাশি কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক বিএলও–র পরিবারকেও দেওয়া হবে এক লক্ষ টাকা। এস আই আর সংক্রান্ত কাজ করতে গিয়ে যাঁরা অসুস্থ হয়েছেন, তাঁদের চিকিৎসার সম্পূর্ণ খরচও বহন করবে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, জলপাইগুড়ির শান্তিমুনি এক্কা এবং পূর্ব বর্ধমানের নমিতা হাঁসদা— দু’জনেই বুথ লেভেল আধিকারিক হিসেবে এস আই আর–এর কাজে নিযুক্ত ছিলেন। দায়িত্বপালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে তাঁদের মৃত্যু হয়। অন্যদিকে, হুগলির কোন্নগরে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএলও তপতী বিশ্বাস। তাঁর পরিবারের জন্য এককালীন ১ লক্ষ টাকার আর্থিক সহায়তার সিদ্ধান্ত হয়েছে। রাজ্য প্রশাসনের বক্তব্য, মাঠপর্যায়ে কর্মরত আধিকারিকরাই গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম ভরসা। তাঁদের নিরাপত্তা ও স্বার্থরক্ষায় সরকার সবসময় পাশে রয়েছে। সেই কারণেই দ্রুত আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন- SIR-এর নামে বৈধ ভোটার বাদ দেওয়ার ‘চক্রান্ত’ বিজেপির! প্রতিবাদে শিবপুরে মিছিল-পথসভা তৃণমূলের

_

_

_

_

_

_

_
_


