Saturday, November 22, 2025

হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে ধূলিসাৎ ব্রিটিশদের বাজবল, ইডেনকেও ছাপিয়ে গেল পারথ

Date:

Share post:

কয়েকদিন আগেই ইডেনে আড়াই দিনে টেস্ট ম্যাচের ফয়সালা হওয়া নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু ডনের দেশে টেস্ট শেষ হল মাত্র ২ দিনে। অ্যাশেজ সিরিজের( Ashes) প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া Australia vs England। দ্বিতীয় দিনেই জয় তুলে নিল অজিরা।

টেস্ট না টি২০ পারথের ম্যাচ দেখে বোঝা দায়। প্রথম দিনেই পড়েছিল ১৯ উইকেট। দ্বিতীয় দিনে আগুনে পিচ পড়ল ১৩ উইকেট। কিন্তু ট্রাভিস হেডের(Travis Head) দুরন্ত ইনিংসে ভর করে ইংল্যান্ডের মুখের গ্রাস ছিনিয়ে নিল অজিরা। পারথে যে পিচে ব্যাটারদের দাঁড়ানোই কঠিন হয়ে উঠেছিল সেখানেই হেড ও লাবুশেন দুরন্ত পার্টনারশিপের জয় দিয়েই অ্যাশেজের শুভ সূচনা করল অজিরা।

মাত্র দুদিনেই শেষ অ্যাশেজের ( Ashes)প্রথম টেস্ট। চতুর্থ ইনিংসে ২০৫ রান তাড়া করতে নেমে ৬৯ বলে সেঞ্চুরি অজি ওপেনার ট্র্যাভিস হেডের (১২৩)। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট মিচেল স্টার্কের। আট উইকেটে টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

অথচ দ্বিতীয় দিনের শুরুতেও সুবিধা জনক জায়গায় ছিল ইংল্যান্ড। অজিদের প্রথম ইনিংস শেষ হয় ১৩২ রানে।ফলে ৪০ রানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৬৪ রানে। জয়ের জন্য ২০৫ রান করার লক্ষ্য দাঁড়ায় অজিদের।

অস্ট্রেলিয়া থিঙ্ক ট্যাঙ্ক একটা মাস্টারস্ট্রোক দেয় অস্ট্রেলিয়া। ওপেন করতে নামিয়ে দেয় হেডকে। আগুনে পিচে কুকড়ে থাকা নয় পাল্টা প্রতিআক্রমণে গিয়েই সফল অস্ট্রেলিয়া। ৮৩ বলে ১২৩ রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন।ইংল্যান্ডের বাজবলকে গুড়িয়ে দিলেন। ১০৪ বছরের ইতিহাসে এই প্রথমবার অ্যাশেজের কোনও টেস্ট ম্যাচ শেষ হল দুই দিনে।

spot_img

Related articles

শিল্পতালুকে দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, বসছে বিশেষ মনিটরিং ইউনিট

রাজ্যের শিল্পতালুকগুলিতে (Industrial Area) দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে চলেছে । রাজ্য শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে শিল্পপার্কগুলিতে প্রথমবার...

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা: মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা

গত প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের মেঘ জমেছে। যার জেরে ইতিমধ্যেই বাংলায় ঢুকে পড়েছে প্রচুর পরিমাণ...

বিশেষ দলকে সুবিধা দিতে নাম বাদের ষড়যন্ত্র! মৃত্যুর দায় এড়াতে পারে না কমিশন: নালিশ তৃণমূলের

SIR প্রক্রিয়ার চাপে মানুষের মৃত্যুর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দৃষ্টি আকর্ষণ করল  তৃণমূল (TMC)। শনিবার, রাজ্যের...

আর কত প্রাণ যাবে? আরও এক মহিলা BLO-র আত্মহত্যায় নির্বাচন কমিশনকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের জেরে রাজ্যে আবারও আত্মঘাতী মহিলা বিএলও(BLO)। তাঁর আত্মহত্যার ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata...