Saturday, November 22, 2025

সীমান্ত বাণিজ্যে গতি: ‘সুবিধা পোর্টাল’-এর ফি কমাল রাজ্য 

Date:

ভারত–বাংলাদেশ সীমান্তের ভূমি শুল্ক স্টেশন ও ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) হয়ে পণ্যবাহী গাড়ি চলাচল আরও মসৃণ করতে রাজ্য সরকার অনলাইন ‘সুবিধা পোর্টাল’-এ ধার্য ফি কমানোর সিদ্ধান্ত নিল। পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন হার কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে।

সরকারি পক্ষের দাবি, সাম্প্রতিক বাজার পরিস্থিতির জেরে পচনশীল ও অপচনশীল—দুই ধরনের পণ্যের রফতানিকারক এবং পরিবহণকারীরা বাড়তি খরচের চাপে পড়েছিলেন। বিশেষত স্টোন চিপস ও বোল্ডার পরিবহণে ব্যয়বৃদ্ধি পরিষেবার গতিকে বাধা দিচ্ছিল। সেই কারণেই ক্রস-বর্ডার রফতানি স্বচ্ছ ও গতিময় করতে ফি পুনর্গঠন করা হয়েছে।

‘সুবিধা পোর্টাল’ রাজ্য সরকারের ডিজিটাল গাড়ি ফ্যাসিলিটেশন প্ল্যাটফর্ম, যা এলপিএআই, ভারতীয় শুল্ক দপ্তর এবং বিএসএফ-এর সহযোগিতায় তৈরি। সীমান্তবর্তী বিভিন্ন আইসিপি-তে ইতিমধ্যেই এই পোর্টালের মাধ্যমে সব ধরনের রফতানি ট্রাকের ক্লিয়ারেন্স চলছে। লক্ষ্য—যান চলাচলে গতি বাড়ানো ও প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা।

নতুন কাঠামোয় চ্যাসি, খালি ট্রাক এবং অন্যান্য খালি গাড়ির ফি ৫,০০০ টাকা থেকে কমে দাঁড়াচ্ছে ৪,২৫০ টাকায়। পচনশীল পণ্য এবং অপচনশীল বিপজ্জনক সামগ্রীবাহী গাড়ির ফি ৩,০০০ টাকা থেকে কমিয়ে ২,৫৫০ টাকা করা হয়েছে। ছ’চাকা পর্যন্ত অ-পচনশীল পণ্যবাহী ট্রাকের জন্য নতুন হার ৪,২৫০ টাকা—আগে ছিল ৫,০০০।

ভারী মালবাহী যানবাহনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ছাড় মিলেছে। ১৪–১৮ চাকা বিশিষ্ট পচনশীল পণ্যবাহী ট্রাককে এখন দিতে হবে ১০,২০০ টাকা, যা আগে ছিল ১২,০০০। ২০ চাকা বা তার বেশি ট্রাকের জন্য ফি ১৫,০০০ থেকে কমিয়ে ১২,৭৫০ টাকা নির্ধারিত হয়েছে।

নদী থেকে সংগৃহীত বোল্ডার ও স্টোন চিপস পরিবহণকারী গাড়ির ক্ষেত্রেও কমানো হয়েছে ফি। কোচবিহারের চ্যাংরাবান্ধা এবং জলপাইগুড়ির ফুলবাড়ি আইসিপির জন্য আলাদা কম হারের ট্যারিফ ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট বিভাগের বাইরে থাকা লোডেড গাড়ির নতুন ফি ৮,৫০০ টাকা—আগে ছিল ১০,০০০।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংশোধিত ফির ওপর প্রযোজ্য জিএসটি রিভার্স চার্জ ব্যবস্থায় সরাসরি জিএসটি কর্তৃপক্ষকেই প্রদান করতে হবে রফতানিকারক বা কনসাইনারদের। পরিবহণ দফতরের এক আধিকারিক বলেন, রফতানিমুখী পরিবহণ ব্যবস্থাকে স্বস্তি দেওয়া ও সীমান্তবর্তী চেকপোস্টে যান চলাচল দ্রুত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন – আনন্দ বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস! তীব্র নিশানা কুণালের, রাজভবন যাচ্ছে চোপড়ার স্বজনহারা পরিবার

_

 

_

 

_

Related articles

খালিদের দলে বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা! জল্পনা বাড়ালেন ইয়ান

জাতীয় দলে বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা! রায়ান উইলিয়ামস ইতিমধ্যেই  ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়েছেন। এবার ভারতীয় দলের...

SIR রাজনৈতিক গণহত্যা! ‘দেশ বাঁচাও গণমঞ্চে’র সাংবাদিক বৈঠক থেকে সরব নির্মলার স্বামী প্রভাকর

SIR একটি রাজনৈতিক গণহত্যা। কেন্দ্রীয় সরকার এর মাধ্যমে অধিকাংশ মানুষকে বঞ্চিত করছে তাঁদের মৌলিক রাজনৈতিক অধিকার থেকে। শনিবার...

স্মৃতি-পলাশের বিয়েতেও মাঠে নামলেন রিচা-শেফালিরা! জমজমাট পাত্র-পাত্রীর ম্যাচ

জমজমাট স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)-পলাশ মুচ্ছলের (Palash muchhal)প্রাক বিবাহ অনুষ্ঠান। ক্রিকেটের সঙ্গে সুরের সমাহার। ভাইস ক্যাপ্টেনের বিয়ে উপলক্ষ্যে একত্রিত...

আনন্দ বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস! তীব্র নিশানা কুণালের, রাজভবন যাচ্ছে চোপড়ার স্বজনহারা পরিবার

সি ভি আনন্দ বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস। গত বছর ফেব্রুয়ারি মাসে উত্তর দিনাজপুরের চোপড়ায় BSF-এর খোঁড়া ড্রেনে মাটি...
Exit mobile version