জাতীয় দলে বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা! রায়ান উইলিয়ামস ইতিমধ্যেই ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়েছেন। এবার ভারতীয় দলের খেলার জল্পনা উস্কে দিলেন স্কটল্যান্ডের ক্লাব ডান্ডিতে খেলা ফুটবলারের নাম ইয়ান ধান্দা(Yan Dhanda)।

পৈত্রিক সূত্রে ইয়ানের(Yan Dhanda) সঙ্গে ভারত যোগ রয়েছে। তবে তাঁর জন্ম-বেড়ে উঠা সব কিছুই ইংল্যান্ডে। ১৯৯৮ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন ইয়ান। এরপর ইয়ূথ কেরিয়ার শুরু হয় লিভারপুলে। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের একাধিক ক্লাবে খেলেছেন।

রায়ান ইতিমধ্যেই ভারতীয় দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। তাঁর একটি ছবি পোস্ট পোস্ট করেছেন রায়ান। সেখানে ইয়ান কমেন্ট করেন, ‘ইয়েস ব্রো।’ পাশে নীল হার্ট ইমোজি। সেই কমেন্টের উত্তরে রায়ান লিখেছেন, ‘এবার তোমার পালা।’অনেকের মতে ইয়ানও ভারতীয় শিবিরে যোগ দিতে পারেন।

এদিকে, শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানির পর আরও বেশি করে নড়েচড়ে বসল আইএসএল ক্লাবগুলো। তারা এআইএফএফ সভাপতি কল্যান চৌবেকে চিঠি লিখে অনুরোধ করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্টেকহোল্ডারদের নিয়ে দ্রুত একটি বৈঠক ডাকার। আইএসএল ক্লাবগুলোর তরফে এই চিঠি দিয়েছেন ধ্রুব সুদ।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দেয় ইস্টবেঙ্গল ক্লাব, তারপরেই কেন্দ্রের পক্ষ থেকে আইএসএল নিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য জানানো হয়।

–

–

–

–



