৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের আগে থেকেই বালিগঞ্জের সরকার বাড়িতে চলছে সাজসাজ রব। শনিবার ছিল কনের আইবুড়ো ভাত— আর সেই অনুষ্ঠানে ধরা পড়ল আবেগ, হাসি আর কান্নার মধুর মিশ্রণ।


দুপুরে পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে বসেছিল আইবুড়ো ভাতের আসর। রুপোর থালায় ভাত, পাঁচ রকম ভাজা, ডাল, তরকারি আর নানা মাছের পদ— সাজানো থালা দেখে মুগ্ধ কনে। মৌবনীর পরনে ছিল বেগুনি সিল্কের শাড়ি, সঙ্গে কনট্রাস্ট সবুজ ব্লাউজ। হালকা গয়না আর মেকআপে কনের লুক ছিল নজরকাড়া। দিদিকে নিজ হাতে পায়েস খাওয়াতে দেখা গেল মুমতাজকে। ৩০ নভেম্বর বারাণসী থেকে আনা বিশেষ বেনারসীতে সাজবেন মৌবনী। বাকি চমক আপাতত গোপনই রাখতে চাইছে সরকার পরিবার। বিয়ের আগে এমন পারিবারিক মুহূর্তে ঘর ভরে থাকছে আবেগ আর আনন্দে।


আরও পড়ুন- স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

_

_

_

_

_

_

_
_


