Sunday, November 23, 2025

বিনিয়োগ-কর্মসংস্থানে জোর! অত্যাধুনিক শিল্পতালুক গড়ে উঠছে ধর্মায়

Date:

Share post:

আরও একটি অত্যাধুনিক শিল্পপার্ক গড়ে উঠছে রাজ্যে। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে প্রায় ৭ একর জমির উপর এই শিল্পতালুক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগ নিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে বিনিয়োগ আনতে। সেইসঙ্গে তিনি নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যও স্থির করেছেন।
সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে শিল্পায়নে গতি আনতে দু’টি বড় পদক্ষেপ নেওয়া হয়। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে নতুন শিল্পতালুক গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। মঙ্গলপুর ও ভক্তারনগর মৌজায় মোট ২০৫.০১ একর জমি রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতর হস্তান্তর করে রাজ্য শিল্প উন্নয়ন নিগমকে। এছাড়াও আসানসোলের ধর্মায় সাত একর জমিতে অত্যাধুনিক শিল্পপার্ক গড়ে তোলার পরিকল্পনাও সারা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ধর্মায় শিল্পপার্কের পরিকাঠামো নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। ১৮ ডিসেম্বরের শিল্প সম্মেলনে এই শিল্পতালুকে বিনিয়োগের প্রস্তাব আসতে পারে। শিল্পপার্কটিতে ছোট থেকে মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় জমি, রাস্তাঘাট, বিদ্যুৎ, জলের সংযোগ-সহ আধুনিক শিল্প পরিকাঠামো মিলবে। এটিকে পশ্চিম বর্ধমানের ভবিষ্যৎ শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। কর্মসংস্থানও বাড়বে। রাজ্যে ক্ষুদ্র শিল্পক্ষেত্রে বিনিয়োগের নতুন দরজা খুলে দেবে ধর্মার এই শিল্পপার্ক। রানিগঞ্জ ও ধর্মার শিল্পপার্ক তৈরির মাধ্যমে পশ্চিম বর্ধমানে নতুন করে শিল্প সম্ভাবনা তৈরি হবে। অঞ্চলটি রেল ও সড়ক যোগাযোগে সুবিধাজনক, তাই পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের বিকাশের সম্ভাবনাও যথেষ্ট উজ্জ্বল বলে মনে করছে শিল্পমহল।

আরও পড়ুন- ওডিআইতে গিলের পরিবর্তে নেতৃত্বে রাহুল, বিশ্রামে তারকা বোলার, ব্রাত্যই থাকলেন শামি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...

ত্রিপুরায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-র নয়া পরিকাঠামো উদ্বোধন ও শিলান্যাস, আপ্লুত সত্যম

শিক্ষা জগতে অনন্য ছাপ রেখেছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। বাংলায় তো বটেই, বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় রয়েছে এর শাখা।...

এ্যনুমারেশন ফর্ম ঘিরে নতুন বিতর্কে ‘বাংলাদেশী’ লাভলি খাতুন

মালদহের হরিশ্চন্দ্রপুরের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে অভিযুক্ত প্রাক্তন প্রধান লাভলি খাতুনকে ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। এসআইআর চালু হওয়ার...

চাপে পড়তেই পিচ নিয়ে বেসুরো ভারত, পন্থের অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন

ইডেন টেস্টে শুরু থেকেই চর্চায় ছিল পিচ। কিন্তু গুয়াহাটিতে(Guwhati) গিয়ে উইকেট বেশ পছন্দ হয়েছিল গৌতম গম্ভীর এবং তাঁর...