রাজধানীতে লালকেল্লার (Red fort) সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় বাড়ল গ্রেফতারির সংখ্যা। শনিবার পুলওয়ামা থেকে এক সন্দেহভাজন যুবক তুফায়েল আহমেদকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীরের স্পেশাল অপারেশনস গ্রুপ (Special Operation Group, Jammu and Kashmir) এবং সে রাজ্যের তদন্তকারী সংস্থা। ধৃতের সঙ্গে জইশ-ই-মহম্মদের সরাসরি যোগ রয়েছে বলে জানা গেছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তুফায়েল দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত এবং জঙ্গি নেটওয়ার্ককে বিভিন্নভাবে সাহায্য করত। শ্রীনগরের বাসিন্দা এই ‘জঙ্গি’ পুলওয়ামায় একজন ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন। আত্মঘাতী উমর মহম্মদের সঙ্গেও তার সরাসরি যোগাযোগ ছিল বলে খবর। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় এর আগে একাধিক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে, উঠে এসেছে ‘হোয়াইট কলার টেরর’ তত্ত্ব। তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ও। এবার তুফায়েলকে জেরা করে বিস্ফোরণের ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

–

–

–

–

–

–

–

–

