Thursday, January 8, 2026

কোথায় শুভেন্দুর ‘জয়শ্রীরাম’ স্লোগান: মুর্শিদাবাদে স্লোগান বদলের মুখোশ খুলল তৃণমূল

Date:

Share post:

রাতারাতি স্লোগানই বদলে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! জেলা বদল, স্লোগান বদল। রাজনৈতিক স্লোগান (slogan) এভাবে বদলে ফেলতে সাম্প্রতিক কেন, কোনও রাজনীতিতেই দেখা গিয়েছে কি না সন্দেহ। আর সেটাই করলেন বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এটা যে কার্যত রাজনৈতিক দলের ভেদাভেদমূলক নীতিকেই তুলে ধরে, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেস।

নির্বাচনের নাম গন্ধও নেই। তবু নির্বাচনের জিগির তুলে রাজ্যবাসীর মধ্যে নিজেদের অস্তিত্ব মনে করিয়ে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেসব এলাকায় বিজেপির অস্তিত্বই নেই, সেখানেই প্রথম টার্গেট করে সভা করছেন শুভেন্দু। শনিবার তিনি সভা করেন মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞাঁয়। সেখানেই বদল বিজেপির স্লোগানে। কলকাতায় দাঁড়িয়ে যে শুভেন্দু বারবার ‘জয়শ্রীরাম’ বলে নিজেকে রামভক্ত প্রমাণ করার চেষ্টা করেন সেই স্লোগানই উধাও বড়ঞাঁয়।

রবিবার ফের নিজের এলাকা কাঁথিতে সভা করেন শুভেন্দু। সেখানেই আবার মুর্শিদাবাদে ‘জয়শ্রীরাম’ না বলার প্রসঙ্গও তুলে ধরেন গর্বের সঙ্গে। মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বড়ঞাঁর (Burwan) ডাকবাংলোতে সভা করেছি। আহ্বান জানিয়েছি সেখানকার রাষ্ট্রবাদী মুসলিমদের। আমি জয়শ্রীরাম বলি। আপনাকে জয়শ্রীরাম বলতে হবে না। আপনি ভারত মাতা কি জয় বলুন। বন্দেমাতরম বলুন।

আরও পড়ুন : SIR ইস্যুতে তৃণমূলের জোরদার কর্মসূচি! সোমে বৈঠকে অভিষেক, মঙ্গলে মিছিলে নেত্রী 

আর স্থান পরিবর্তনে এভাবে স্লোগান পরিবর্তনে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, বিজেপির ইদানিং ‘জয়শ্রীরাম’ স্লোগান দেখা যাচ্ছে না। রাজনৈতিক দলের স্লোগান (slogan) যা তা সব জায়গায় বলা যাবে। আমরা তো বলি জয় হিন্দ, বন্দেমাতরম, জয় বাংলা। এটা আমরা সব জায়গায় বলতে পারি। রাজ্যের সব প্রান্তের সব বুথে বলা যাবে, রাজনৈতিক দলের স্লোগান এমন হবে। যদি কোথাও কোনও স্লোগানকে এড়িয়ে যেতে হয়, তাহলে বুঝতে হবে এই স্লোগানটি রাজনৈতিক ভেদাভেদমূলক, উদ্দেশ্যপ্রণোদিত প্রয়োগের।

spot_img

Related articles

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য...

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে...

“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই...

SIR নিয়ে দুই সুর শমীক-দিলীপের

যতই অমিত শাহ এসে একসঙ্গে বৈঠক করে বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) 'ভাব' করিয়ে...