দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে কাজ করার শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত (Oath Taking ceremony of Surya Kant)। সোমবার রাষ্ট্রপতি ভবনে উপরাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভারতের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে সূর্য কান্তকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। নিয়ম মেনেই রবিবার অবসর নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি গভাই। ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত CJI পদে থাকবেন সূর্য কান্ত (Surya Kant)।

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রধান বিচারপতির বাড়ির লোকেরাও।সূর্য কান্তের ব্যক্তিগত আমন্ত্রিতদের তালিকায় ছিলেন তাঁর স্কুল কলেজের বন্ধু, শিক্ষক, গ্রামের পড়শি মিলিয়ে প্রায় হাজার জন। এঁদের মধ্যে ২৩৫ জন রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন। বাকিদের সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে বসে এই অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছিল। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বি আর গাভাই, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়দের সঙ্গে অন্যান্য দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা উপস্থিত ছিলেন। বিচারপতি হিসেবে দুদশকের কর্মজীবনে বিচারপতি সূর্য কান্ত সেই সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন যার রায়ে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল সাংবিধানিক বৈধতা পায়।২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন। ২৪ নভেম্বর ২০২৫-এ দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সূর্য কান্ত। আগামী ১৫ মাস এই দায়িত্বে থাকবেন তিনি।

–

–

–

–

–

–

–

–

