Monday, November 24, 2025

বিহার ভোটে ভরাডুবি, জেএসসির সমস্ত ইউনিট ভেঙে নয়া কৌশল প্রশান্ত কিশোরের

Date:

বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) ভরাডুবি হয়েছে প্রশান্ত কিশোরের (Prashant Kishore) জন সুরজ পার্টির। যে প্রশান্ত কিশোর ভোটকৌশলী হিসেবে বিভিন্ন দলকে জয়ের সরণী দেখিয়েছেন, সেই প্রশান্ত কিশোরের কৌশল ধরাশায়ী হয়েছে নিজের দলের ক্ষেত্রে। তাই দলের সমস্ত সাংগঠনিক ইউনিট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। দলের রাজ্য সভাপতি মনোজ ভারতীর সভাপতিত্বে পাটনায় দলের জাতীয় কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায় প্রশান্ত নিজেও উপস্থিত ছিলেন।

সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফল করেছে পিকে-র নেতৃত্বাধীন জন সুরজ পার্টি। তারপর শনিবার পঞ্চায়েতস্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত তাদের সমস্ত সাংগঠনিক ইউনিট ভেঙে দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।

তাহলে এবার কোন পথে প্রশান্ত বিচারের জন্য সুরজ পার্টি। দলের মুখপাত্র সৈয়দ মসিহ উদ্দিন এক বিবৃতিতে বলেন, আগামী দেড় মাসের মধ্যে নতুন ইউনিট গঠন করা হবে। এই অবস্থায় দলের সিনিয়র নেতাদের রাজ্যের ১২টি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই দলের পক্ষে সক্রিয় সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করবেন। একইসঙ্গে দলের পরাজয়ের কারণ চিহ্নিত করবেন তাঁরা এবং একটি রিপোর্ট তৈরি করবেন। বিহার বিধানসভা নির্বাচনে জন সুরজ পার্টি তাদের খাতা খুলতে ব্যর্থ হয়েছে। তাদের বেশিরভাগ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

 

Related articles

ভোটার তালিকা তৈরি জুড়ল পরিবার: ৩৭ বছর পরে কথা হল দুই ভাইয়ের

বাড়ি ছেড়ে যাওয়া ভাইয়ের খোঁজ মিলল এসআইআর প্রক্রিয়া চলাকালীন। ইনিউমারেশন ফর্ম ফিলাপ করার জন্য শেষ পর্যন্ত জুড়ল পুরুলিয়ার...

বাবা-মায়ের নাম নেই তালিকায়! SIR আতঙ্কে মৃত্যু আদিবাসী যুবকের

রাজ্যে এসআইআর আতঙ্কে মৃতের তালিকায় যুক্ত হল আরও এক নাম। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে...

সুপ্রিম কোর্টের ৫৩-তম প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথ বিচারপতি সূর্য কান্তর 

দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে কাজ করার শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত (Oath Taking ceremony of Surya Kant)।...

ভারতীয় উইং কমান্ডারের মৃত্যুর পরও ‘শো মাস্ট গো অন’! নীরব প্রতিবাদ মার্কিন পাইলটদের

আমি চলে যাব। তার পরেও আমার সহকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ‘রক এন্ড রোল’ করবে। এই দৃশ্যটাই আমাকে ভাবালো।...
Exit mobile version