Tuesday, November 25, 2025

১০-এর বদলে ৫-এর বৈঠকে সম্মতি কমিশনের! কোথায় স্বচ্ছতা, প্রশ্ন অভিষেকের

Date:

তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সম্মতি দিয়েছে দিল্লির নির্বাচন কমিশন। তবে আদতে যে দরজা খুলে দেওয়া হয়েছে তৃণমূলের প্রতিনিধিদলের জন্য তা বাইরে থেকে তৈরি করা দরজা বলে কটাক্ষ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আদতে তৃণমূলের তরফে ১০ সদস্যের প্রতিনিধিদল (TMC delegation) কমিশন দফতরে যাওয়ার আবেদন করা হলেও কমিশন ‘অনুমতি’ দিয়েছে ৫  জনকে। সেখানেই কমিশনের (Election Commission) সৎ সাহস নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক।

সোমবার দলীয় নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে (virtual meeting) তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের সাংসদদের প্রতিনিধিদল যাওয়ার ঘোষণা করেছিলেন। সেই মতো ১০ প্রতিনিধির নামও তিনি জানিয়ে দিয়েছিলেন। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) কমিশনের সময় চেয়ে চিঠি দেন।

সেই চিঠির উত্তরে মঙ্গলবারই কমিশন থেকে তৃণমূল দলনেত্রীর ঠিকানায় উত্তর আসে। সেখানে কমিশন জানায় শুক্রবার, ২৮ নভেম্বর সকাল ১১টায় তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে তাঁরা সাক্ষাৎ করবেন। তবে সেখানেই কমিশনের তরফে বেঁধে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধিদলের সংখ্যা। ডেরেক-সহ পাঁচজনকে, অর্থাৎ তৃণমূলের দাবির অর্ধেক প্রতিনিধিদের (TMC delegation) দেখা করার অনুমতি দেওয়া হয়।

কমিশনের এই চিঠিতেই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনকে তোপ দেগে অভিষেকের দাবি, সময় চাওয়া হয়েছিল ১০ জনের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলার। তাঁরা সকলেই জনসাধারণের নির্বাচিত প্রতিনিধি, মুখ্য নির্বাচন কমিশনার (CEC) বা নির্বাচন কমিশনারদের (EC) মতো ভারত সরকারের বেছে নেওয়া সদস্য নন। এভাবে বেছে বেছে যে দরজা খোলা হল তাকে ‘স্বচ্ছ’ ও ‘সৌহার্দ্রপূর্ণ’ দেখানের চেষ্টা করা হলেও আদতে তা একটা তৈরি করা দরজার ফাঁক।

আরও পড়ুন : ২৪ ঘণ্টা অতিক্রান্ত, সিইও দফতরে এখনও ধর্নায় বিএলওরা

সেই সঙ্গে নির্বাচন কমিশনকে অভিষেকের (Abhishek Banerjee) চ্যালেঞ্জ, যদি নির্বাচন কমিশন বাস্তবেই স্বচ্ছ হয় তবে তাঁরা কেন ১০ জন সাংসদের (TMC MP) সম্মুখিন হতে ভয় পাচ্ছেন? তৃণমূল কংগ্রেসের তরফে যে পাঁচটি অত্যন্ত সরল এবং যথোপযুক্ত প্রশ্ন তোলা হয়েছে তার উত্তর লাইভ টেলিকাস্টের মাধ্যমে দিন। নির্বাচন কমিশন কী আদৌ তাঁদের স্বচ্ছতা প্রমাণ করতে চায়, না তাঁরা সবকিছু শুধুমাত্র বন্ধ দরজার ওপারে করে?

Related articles

গ্রুপ পর্বেই ভারত-পাক, কোন কোন মাঠে খেলবেন সূর্যরা? জানুন বিস্তারিত

আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত  হবে টি২০ বিশ্বকাপ( T20 World Cup 2026)। ভারত ও পাকিস্তান...

বারাসত মেডিক্যালে মৃতের চোখ চুরি! গাড়ি থামিয়ে নালিশ শুনে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, মৃতের পরিবারকে প্রতিশ্রুতি

বারাসত মেডিক্যল কলেজের (Barasat Medical College And Hospital) মর্গ থেকে মৃতের (Dead Body) চোখ (Eye) চুরির অভিযোগ। খবর...

নক-আউট সহ টি২০ বিশ্বকাপের একগুচ্ছ ম্যাচ পেল কলকাতা, বড় দায়িত্বে রোহিত

ঢাকে কাঠি পড়ে গেল টি২০ বিশ্বকাপের(T20 World Cup 2026)। মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে টি২০ বিশ্বকাপে সূচি...

অরুণাচল চিনের: মহিলাকে হেনস্থার পরে ভারতের অস্তিত্বই ওড়ালেন চিনা বিদেশমন্ত্রী!

ভারতের অরুণাচলপ্রদেশকে জাংনান নাম দিয়ে আবারও দখলদারি প্রতিষ্ঠার চেষ্টা চিনের। অরুণাচলের বাসিন্দা মহিলাকে সাংহাই বিমানবন্দরে হেনস্থার ঘটনায় এবার...
Exit mobile version