Tuesday, November 25, 2025

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের: বাংলাদেশে পুশব্যাক করা সোনালিকে ফেরাতে কড়া নির্দেশ

Date:

কেন ফিরিয়ে আনছেন না এদের? আপনাদের কাছে তথ্য যাচাইয়ের পথ তো খোলা আছে। তালে তাঁদের কথা বলতে দিন, কেন্দ্রের বাংলা-বিরোধী সরকারের বিরুদ্ধে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)। বীরভূমের বাসিন্দা গর্ভবতী সোনালি খাতুনসহ (Sunali Khatun) যে ছয়জনকে বাংলাদেশে পুশ ব্যাক করেছে কেন্দ্রের নির্লজ্জ সরকার (Central Government), তাদের দ্রুত ফিরিয়ে আনার নির্দেশ দেশের শীর্ষ আদালতের।

কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) কেন্দ্রের সরকারকে সমস্ত নথি যাচাই করে সোনালিসহ ছয়জনকে বাংলাদেশ থেকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল। সময় বেঁধে দেওয়া হয়েছিল চার সপ্তাহের। অক্টোবর মাসে সেই সময়সীমা শেষ হলেও আদালতের নির্দেশকে গ্রাহ্যই করেনি কেন্দ্রের বাংলা বিরোধী সরকার। এবার সেই মামলায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে চরম ধাক্কা খেল কেন্দ্রের সরকার।

এই মামলায় কেন্দ্রের আইনজীবী একদিন সময় চেয়েছিলেন। তবে সেই আবেদনের কান না দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, এই ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ, জমির দলিল সব রয়েছে। এবং তা পেশ করা হয়েছে। যদি অবৈধভাবে ভারতে প্রবেশ করে থাকত তারা, তবে তাঁদের ওই দেশে পাঠিয়ে দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে আপনাদের। কিন্তু এখানে তথ্য পেশ করা হচ্ছে। তাহলে আগে অন্তর্বর্তী পদক্ষেপ (interim step) হিসাবে তাঁদের আগে ভারতে নিয়ে আসুন। তারপর আপনাদের এজেন্সির মারফৎ যাচাই করুন তাঁদের নাগরিকত্ব (citizenship)। সেই সুযোগ রয়েছে আপনাদের। কিন্তু আগে তাঁদের ফিরিয়ে আনুন।

আরও পড়ুন : ১০-এর বদলে ৫-এর বৈঠকে সম্মতি কমিশনের! কোথায় স্বচ্ছতা, প্রশ্ন অভিষেকের

সুপ্রিম কোর্টের এই নির্দেশে কেন্দ্রের সরকারের গালে সপাটে চড় কষানোর ইঙ্গিত দেখছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam) জানান, সোনালি খাতুনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার (deportation) মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বাংলা-বিরোধী বিজেপির সরকারকে পিছু হঠতে বাধ্য হতে হল। গর্ভবতী সোনালি খাতুনকে বাংলাদেশে (Bangladesh) পাঠিয়ে দেওয়ার ঘটনায় কোনও রকম বাস্তবতা যাচাই না করায় কড়া প্রশ্নের মুখে পড়তে হল। মঙ্গলবারের শুনানিতে কেন্দ্রের তরফে আরও একদিন সময় চাওয়া হয়। তবে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ আগে অন্তর্বর্তী পদক্ষেপ হিসাবে ছয় জনকে ভারতে ফিরিয়ে আনতে হবে। মামলাটির পরবর্তী শুনানি আগামী সোমবার।

Related articles

টি২০ বিশ্বকাপের ভেন্যু তালিকায় কলকাতা, বড় দায়িত্ব পেলেন রোহিত

ঢাকে কাঠি পড়ে গেল টি২০ বিশ্বকাপের(T20 World Cup 2026)। মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে টি২০ বিশ্বকাপে সূচি...

অরুণাচল চিনের: মহিলাকে হেনস্থার পরে ভারতের অস্তিত্বই ওড়ালেন চিনা বিদেশমন্ত্রী!

ভারতের অরুণাচলপ্রদেশকে জাংনান নাম দিয়ে আবারও দখলদারি প্রতিষ্ঠার চেষ্টা চিনের। অরুণাচলের বাসিন্দা মহিলাকে সাংহাই বিমানবন্দরে হেনস্থার ঘটনায় এবার...

দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ভেবে ঝাঁপিয়ে পড়ুন: কলকাতা উত্তর-দক্ষিণের বৈঠকে বার্তা তৃণমূলের, বৈধ নাম বাদে আইনি লড়াইয়ের ইঙ্গিত

কলকাতা উত্তর ও দক্ষিণের অনেক জায়গায় SIR-এর রেজিস্ট্রেশন সঠিকভাবে হচ্ছে না। সোমবার, মেগা ভার্চুয়াল বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন...

হতশ্রী বোলিং, গুয়াহাটিতে লজ্জার হারের আতঙ্কে কাঁপছে টিম ইন্ডিয়া

ঠিক এক বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এবার প্রতিপক্ষ পাল্টে দক্ষিণ আফ্রিকা(South africa)।...
Exit mobile version