Tuesday, November 25, 2025

হতশ্রী বোলিং, গুয়াহাটিতে লজ্জার হারের আতঙ্কে কাঁপছে টিম ইন্ডিয়া

Date:

ঠিক এক বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এবার প্রতিপক্ষ পাল্টে দক্ষিণ আফ্রিকা(South africa)। আরও  একবার হোয়াইটওয়াশের লজ্জার মুখে গম্ভীরের টিম ইন্ডিয়া(Team India)।

গুয়াহাটি টেস্টের (Guwahti Test)  চতুর্থ দিনের একেবারে শেষের দিকে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান করে ব্যাটিং ডিক্লেয়ার করে দিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে লিড থাকার ফলে ভারতের লক্ষ্যমাত্রা হতে দাঁড়াল এই টেস্ট জিততে হলে ৫৪৯ রান। চতুর্থ দিনের শেষে ভারতের রান ২  উইকেটে ২৭। স্কোরবোর্ড বলছে  শেষ দিনে ম্যাচ বাঁচানোর কঠিন লড়াই ভারতের সামনে।

গুয়াহাটি টেস্টের প্রথম দিন বাদ দিলে দ্বিতীয় দিন থেকেই ব্যাকফুটে ভারত। একই পিচে সাবলীল ব্যাটিং করছে প্রোটিয়ারা, কিন্তু তাতেই হিমশিম দশা ভারতের। ব্যাটিং বোলিং দুই বিভাগেই চূড়ান্ত ব্যর্থ টিম ইন্ডিয়া(Team India)।।

মনে  করা হয়েছিল চতুর্থ দিন দ্রুত ইনিংস ছেড়ে হবে প্রোটিয়ারা। কিন্তু  প্রায় ৫ ঘণ্টা ব্যাট করল বাভুমার দল। চতুর্থ দিনে ৭০ ওভারে ব্যাটিং করে তুলল ২২৬ রান।  সুবিধাজনক জায়গায়  থাকলেও অতি আগ্রাসী হল না প্রোটিয়ারা। কারণ আগ্রাসী খেলতে  গিয়ে উইকেট পড়লেও কিছু হত না। কিন্তু তা না করে ট্রিস্টান স্টাবসের শতরানের অপেক্ষা করলেন বাভুমা। তবে স্টাবসের শতরানও এল না। অবশেষে ২৬০ রানে ডিক্লেয়ার করল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে  ভারতীয় বোলারদের সঙ্গী শুধুই ব্যর্থতা। জাদেজা ২৮.৩  ওভার বল করে ৬২ রান করে ৪ উইকেট নিলেন। সুন্দর নিলেন ১ উইকেট। খরচ করলেন ৬৭ রান। অল রাউন্ডার প্রীতিতে নীতীশ রেড্ডিকে খেলানো হয়েছিল।  কিন্ত ৪ ওভারের বেশি তাঁকে বোলিং করালেন পন্থ।এমনকি ১ ওভার বোলিং করলেন যশস্বীও। বুমরাহ, সিরাজ , কুলদীপরা শুধুই হাত ঘোড়ালেন কিন্ত কোনও লাভ হল না।

বিরাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই ছন্দপতন ভারতের। জয়সওয়াল ১৩ এবং রাহুল ৬ রানে আউট হয়েছেন। সাই সুদর্শন ২ কুলদীপ ৪ রানে অপরাজিত আছেন। ম্যাচ বাঁচাতে শেষ দিনে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। কিন্ত গম্ভীরের অল-রাউন্ডাররা সেটা কতটা পারবে সেটা নিয়ে সন্দেহ আছে।

Related articles

অরুণাচল চিনের: মহিলাকে হেনস্থার পরে ভারতের অস্তিত্বই ওড়ালেন চিনা বিদেশমন্ত্রী!

ভারতের অরুণাচলপ্রদেশকে জাংনান নাম দিয়ে আবারও দখলদারি প্রতিষ্ঠার চেষ্টা চিনের। অরুণাচলের বাসিন্দা মহিলাকে সাংহাই বিমানবন্দরে হেনস্থার ঘটনায় এবার...

দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ভেবে ঝাঁপিয়ে পড়ুন: কলকাতা উত্তর-দক্ষিণের বৈঠকে বার্তা তৃণমূলের, বৈধ নাম বাদে আইনি লড়াইয়ের ইঙ্গিত

কলকাতা উত্তর ও দক্ষিণের অনেক জায়গায় SIR-এর রেজিস্ট্রেশন সঠিকভাবে হচ্ছে না। সোমবার, মেগা ভার্চুয়াল বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন...

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের: বাংলাদেশে পুশব্যাক করা সোনালিকে ফেরাতে কড়া নির্দেশ

কেন ফিরিয়ে আনছেন না এদের? আপনাদের কাছে তথ্য যাচাইয়ের পথ তো খোলা আছে। তালে তাঁদের কথা বলতে দিন,...

মতুয়াগড়ে জননেত্রীর প্রতিবাদ মিছিলে জনস্রোত, রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

চাঁদপাড়া পাটপট্টি মোড় থেকে ঢাকুরিয়া হাইস্কুল মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল (March)। সামনে জননেত্রী। আর তাঁর পিছনে জনস্রোত। দুধারে...
Exit mobile version