অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) আতঙ্কে রাজ্যে বাড়ছে মৃত্যু, প্রতিবাদে সরব হচ্ছেন সাধারণ মানুষ থেকে বিএলওরা। প্রথম থেকেই এসআইআরের বিরোধিতা করে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার মতুয়াগড়ে পদযাত্রা ও প্রতিবাদ সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন দুপুরে তৃণমূল সুপ্রিমো হেলিকপ্টারে প্রথমে বনগাঁয় পৌঁছবেন। তারপর সেখান থেকে গাড়ি করে গাইঘাটার চাঁদপাড়া পর্যন্ত যাবেন। চাঁদপাড়া থেকে প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে পদযাত্রা করার কথা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। সকাল থেকে ঠাকুরনগরের চূড়ান্ত ব্যস্ততা।
এসআইআর নিয়ে উদ্বাস্তু মতুয়ারা এখন আতঙ্কিত। তাঁদের পাশে থাকার বার্তা দিতেই মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি বলে জানিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঠাকুরবাড়ি যাবেন কিনা তা স্পষ্ট নয়। ত্রিকোণ পার্ক এলাকায় জনসভা করে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার হাঁটবেন বলে জানানো হয়েছে।তৃণমূল নেত্রীর সভা উপলক্ষে বনগাঁ-চাকদহ সড়কের উপর মঞ্চ তৈরি করা হয়েছে। হেলিপ্যাড তৈরি হয়েছে গাইঘাটাতেও। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে এলাকা। সভা ও পদযাত্রায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এক হাজারেরও বেশি পুলিশকর্মী রয়েছেন। মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
–
–
–
–
–
–
–
–