নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগে আজও পর্যন্ত কোনও পদক্ষেপই নেয়নি কমিশন। তাই এবার দিল্লিতেই কমিশনের দফতরে গিয়ে তৃণমূল সাংসদদের প্রতিনিধিদল মুখ্য নির্বাচন কমিশনারকে (CEC) মনে করাবে – তিনি বিজেপি নয়, দেশের সিইসি। সেই লক্ষ্যে ১০ সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (Election Commission) দফতরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল তৃণমূল। কিন্তু কমিশন তা কমিয়ে ৫ সদস্যের করে দেয়। মঙ্গলবার ফের কমিশনকে চিঠি লিখে সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) জানিয়ে দিলেন – কমিশনে যাবে ১০ সদস্যই (delegation)।

সোমবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছিলেন ১০ সদস্যের তৃণমূল সাংসদদের প্রতিনিধিদল নির্বাচন কমিশনে দাবি জানাতে যাবে। সেই মতো সাংসদ ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশন দফতরে চিঠি দিয়েছিলেন। তবে মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে লেখা কমিশনের চিঠিতে জানানো হয় ডেরেক ও’ব্রায়েনসহ পাঁচ সদস্য শুক্রবার কমিশনে বৈঠকে যোগ দিতে পারেন।

আরও পড়ুন : ১০-এর বদলে ৫-এর বৈঠকে সম্মতি কমিশনের! কোথায় স্বচ্ছতা, প্রশ্ন অভিষেকের

সেই চিঠির পাল্টা মঙ্গলবার ফের ডেরেক কমিশন দফতরে একটি চিঠি লেখেন। সেখানে উল্লেখ করা হয় সেই ১০ সদস্যের (delegation) নাম যাঁদের তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সোমবারের বৈঠক থেকে জানিয়েছিলেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, কমিশনের যদি সবকিছু স্বচ্ছ থাকে তবে ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে তাঁদের দেখা করতে আপত্তি কোথায়? সেই বক্তব্যের রেশ ধরেই যে ডেরেকের এই পাল্টা চিঠি, তা চিঠির বয়ানেই স্পষ্ট।

–

–

–

–

–

–


