Thursday, January 29, 2026

কমিশনে যাবে ১০ প্রতিনিধিই: ফের চিঠিতে জানালেন ডেরেক

Date:

Share post:

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগে আজও পর্যন্ত কোনও পদক্ষেপই নেয়নি কমিশন। তাই এবার দিল্লিতেই কমিশনের দফতরে গিয়ে তৃণমূল সাংসদদের প্রতিনিধিদল মুখ্য নির্বাচন কমিশনারকে (CEC) মনে করাবে – তিনি বিজেপি নয়, দেশের সিইসি। সেই লক্ষ্যে ১০ সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (Election Commission) দফতরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল তৃণমূল। কিন্তু কমিশন তা কমিয়ে ৫ সদস্যের করে দেয়। মঙ্গলবার ফের কমিশনকে চিঠি লিখে সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) জানিয়ে দিলেন – কমিশনে যাবে ১০ সদস্যই (delegation)।

সোমবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছিলেন ১০ সদস্যের তৃণমূল সাংসদদের প্রতিনিধিদল নির্বাচন কমিশনে দাবি জানাতে যাবে। সেই মতো সাংসদ ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশন দফতরে চিঠি দিয়েছিলেন। তবে মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে লেখা কমিশনের চিঠিতে জানানো হয় ডেরেক ও’ব্রায়েনসহ পাঁচ সদস্য শুক্রবার কমিশনে বৈঠকে যোগ দিতে পারেন।

আরও পড়ুন : ১০-এর বদলে ৫-এর বৈঠকে সম্মতি কমিশনের! কোথায় স্বচ্ছতা, প্রশ্ন অভিষেকের

সেই চিঠির পাল্টা মঙ্গলবার ফের ডেরেক কমিশন দফতরে একটি চিঠি লেখেন। সেখানে উল্লেখ করা হয় সেই ১০ সদস্যের (delegation) নাম যাঁদের তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সোমবারের বৈঠক থেকে জানিয়েছিলেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, কমিশনের যদি সবকিছু স্বচ্ছ থাকে তবে ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে তাঁদের দেখা করতে আপত্তি কোথায়? সেই বক্তব্যের রেশ ধরেই যে ডেরেকের এই পাল্টা চিঠি, তা চিঠির বয়ানেই স্পষ্ট।

spot_img

Related articles

উত্তরে বৃষ্টি-তুষারপাতের পূর্বাভাস, দক্ষিণে হালকা শীতের আমেজ

হাড় কাঁপানো ঠান্ডা হয়তো আর ফিরবে না, কিন্তু তাই বলে এক্ষুনি লেপ কম্বল গুটিয়ে ফেলার সময়টাও আসেনি, এমনই...

হাজার কোটি টাকার প্রতারণা মামলায় কলকাতায় ব্যবসায়ীর বাড়িতে CBI হানা 

বৃহস্পতিবার সকালে সাতসকালে দক্ষিণ কলকাতায় সিবিআই হানা (CBI raid)। হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় এদিন আলিপুরের নিউ...

ভেনেজুয়েলায় ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ১৫

মর্মান্তিক দুর্ঘটনা ভেনেজুয়েলার সীমান্তে (Venezuela plane crash) । ১৫ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান (Columbia flight)।...

টিনের শেড সরিয়ে দেহাংশের খোঁজ, আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১! 

আনন্দপুরে মোমো কারখানা ও ডেকোরেটার্সের গোডাউনে অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...