বিরল ঐতিহাসিক ঘটনার সাক্ষী ইথিওপিয়া। প্রায় দশ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরি জেগে উঠল হঠাৎ(Ethiopia Volcano erupts after 10 thousand years), শুরু হল অগ্নুৎপাত। ওই অঞ্চলের কয়েক শো কিলোমিটারের মধ্যে দিয়ে বিমান চলাচলে বিপদের আশঙ্কা টের পেয়ে তড়িঘড়ি ফেরানো হল ইন্ডিগোর বিমান (Indigo Flight)। যাত্রীরা নিরাপদেই রয়েছেন বলে জানা গেছে।এদিন সকালে খবর মিলেছে, ভয়াল অগ্নুৎপাতের ছাই দিল্লিতেও উড়ে এসেছে। ভূপৃষ্ঠ থেকে অন্তত ২৫ হাজার ফুট উচ্চতায় এই ছাই ভাসছে বলে আবহবিদদের মত।দেশের সকল উড়ানের জন্য সতর্কবার্তা জারি করেছে DGCA।

রবিবার থেকে জেগে উঠেছে আগ্নেয়গিরি।সোমবার থেকেই আশংকার কালো মেঘ জমা হয়েছে বিজ্ঞানীদের মনে। বিরল ঐতিহাসিক এবং প্রাকৃতিক ঘটনার প্রভাব পড়েছে আরবগামী একাধিক উড়ান পরিষেবায়। সোমবার কন্নুর থেকে আবু ধাবিগামী ইন্ডিগোর 6E 1433 বিমানটিকে ঘুরিয়ে আহমেদাবাদে বিমানবন্দরে অবতরণ করানো হয়। মঙ্গলের সকালেও দিল্লি ও জয়পুর থেকে আরবগামী বিমান চলাচলেও নজর রাখা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আকাসা এয়ার (Akasa Air) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে উদ্ভূত পরিস্থিতিতে আগ্নেয়গিরির গতিবিধি আর কার্যকলাপের দিকে নজর রাখা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই বেশ কয়েকটি বিমানসংস্থা রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

–

–

–

–

–

–

–

–
