প্রতি সপ্তাহেই কোন না কোন সমস্যার ফলে রীতিমত নাভিশ্বাস উঠছে যাত্রীদের! এই আবহে ফের একগুচ্ছ ট্রেন বাতিল(Train Cansel )করা হল দক্ষিণ-পূর্ব রেলওয়ের(South Eastern Railway) বিভিন্ন শাখায়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ ২৫-২৭ নভেম্বর চক্রধরপুর ডিভিশনে মোট ১৬ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ৩২টি বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে আগামী ৩ দিন চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

কিন্তু ঠিক কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, রেলের লোকো পাইলটের পরীক্ষাতে বেশিরভাগ কর্মীরা ব্যস্ত থাকবেন তাই এই সিদ্ধান্ত। আদ্রা ডিভিশনে টানা এক সপ্তাহ (২৪-৩০ নভেম্বর) ধরে চলবে নানা কাজ। তাই ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ট্রেন বাতিল (Train Cansel ) করা হয়েছে ৪ জোড়া (৮টি) মেমু প্যাসেঞ্জার ট্রেন।

–

–

–

–

–

–

–
