বাবার অসুস্থতা নাকি মেরি ডি’কোস্টার সঙ্গে গোপন চ্যাট ফাঁস? স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)-মুচ্ছলের(Palash Muchhal) বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার কারণ কী? প্রবল সাসপেন্সের মধ্যেই মুখ খুললেন মুচ্ছল পরিবারের সদস্যরা।

প্রথমে বোন পলক মুচ্ছল( Palak Muchhal) মেগা বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এরপর পলাশের মা-ও জানিয়েছেন হবু শ্বশুরমশাইয়ের অসুস্থার খবরে ভেঙে পড়েন তাঁর ছেলে। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির((Smriti Mandhana) বাবা শ্রীনিবাস মান্ধানা।হাসপাতাল থেকে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন স্মৃতির বাবা। আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

পলাশের মা অমিতা এক সর্বভারতীয় সংবাদপত্রে বলেছেন, হবু শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় ভেঙে পড়েন পলাশ। টানা চার ঘণ্টা ধরে কান্নাকাটি করেছেন। কারণ স্মৃতির বাবার সঙ্গে পলাশের খুবই ঘনিষ্ঠতা ছিল। ফলে স্মৃতির আগে পলাশই বিয়ের অনুষ্ঠান স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন। পলাশ কাঁদতে কাঁদতে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন, যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়, আইভি ড্রিপ দেওয়া হয়। ইসিজি এবং অন্যান্য শারীরিক পরীক্ষাও করানো হয়েছে পলাশের।

অন্যদিকে পলাশের বোন পলক( Palak Muchhal) সোশ্যাল মিডিয়ায় বলেছেন, স্মৃতি ও পলাশের বিয়ের অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। সবার কাছে অনুরোধ আমাদের পারিবারিক গোপনীয়তা রক্ষা করার জন্য।

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জয়ের পর এক লহমায় বেড়ে যায় স্মৃতি মান্ধানার বিয়ের অনুষ্ঠানের গুরুত্ব। ইতিমধ্যেই মেহেন্দি, সংগীত, গায়ে হলুদও হয়ে গিয়েছে। কিন্তু স্মৃতির বান্ধবীর সঙ্গে স্মৃতির ব্যক্তিগত চ্যাট ফাঁস হতেই দুই জনের সম্পর্কে ভাঙনের অশনি সংকেত পাওয়া যাচ্ছে।

–

–

–

–

–

