Wednesday, November 26, 2025

WTC পয়েন্ট তালিকায় পাকিস্তানের নীচে ভারত, পন্থের কাছে হতাশা ‘গভীর’ নয়

Date:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হার ভারতের। ঘরের মাঠে চুনকাম হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে আরও বড় লজ্জা অপেক্ষা করছিল ভারতের জন্য। টিম ইন্ডিয়া হোয়াইটওয়াশ হতেই সেটা প্রকাশ্যে চলে এল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে( WTC) পয়েন্ট তালিকায় পাকিস্তানের নীচে চলে গেল গম্ভীরের দল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) পয়েন্ট তালিকায় ৫ নম্বরে নেমে গেল ভারত। সেখানে পাকিস্তান রয়েছে চার নম্বরে। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নামল ভারত। ভারত ৯ ম্যাচ খেলে ৪ জয়, ৪ হার এবং ১টি ড্র করেছে। পয়েন্ট শতাংশ ৪৮.১৫%।

চার ম্যাচ খেলে চারটিতেই জিতে (১২ পয়েন্ট, ১০০ শতাংশ) ১ নম্বরে আছে অস্ট্রেলিয়া, চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে দুই নম্বরে প্রোটিয়ারা। শ্রীলঙ্কা আছে তিন নম্বরে। দুটি খেলে একটি জিতেছে একটি হেরেছে। পাকিস্তান দুই ম্যাচ খেলে একটি জিতেছে একটি হেরেছে।তার আছে চার নম্বরে।

২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের( World Test Championship points) ফাইনালেই উঠতে পারেনি ভারত। এবারও কিন্ত শুরু থেকেই সমস্যায় ভারত। এত কিছুর পরও এই হারকে নিয়ে খুব বেশি ভাবতে নারাজা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। পন্থের কথায় এই হার একটু হতাশার।

ম্যাচ হারের পর ঋষভ পন্থ বলেন “এই হার একটু হতাশাজনক। দল হিসাবে আমাদের আরও ভাল খেলতে হবে। এই হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। দল হিসাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজটা শাসন করে জিতেছে ঠিকই। প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হবে।

Related articles

প্রয়াত বিধায়কের সুস্থতা কামনা, মুকুলকে বিধায়ক উল্লেখ! রাজ্যপালের চিঠি নিয়ে প্রবল শোরগোল

সর্বক্ষণ বিজেপির কথায় উঠলে বসলে এমনই হয়। প্রয়াত বিধায়কের দীর্ঘায়ু কামনা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda...

পচা শামুকে পা কাটবেন না! সশরীরে হাজিরা না দেওয়ায় পার্থকে ভর্ৎসনা বিচারকের

পচা শামুকে পা কাটবেন না, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আচরণের রুষ্ট বিচারক। শিক্ষক নিয়োগ মামলায় সম্প্রতি শর্তসাপেক্ষে জামিন...

SSC নিয়োগের সব মামলা কলকাতা হাই কোর্টে পাঠাল শীর্ষ আদালত

SSC নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাই কোর্টে পাঠাল শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয়...

ঘরের মাঠে ফের চুনকামের লজ্জা, গম্ভীরের ভারতের থেকে প্রাপ্তি শুধুই হতাশা

চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছিল চতুর্থ দিনের বেলাশেষেই। পঞ্চম দিনে নাটকীয় কোনও পট পরিবর্তন হল না। সাড়ে তিন ঘণ্টায়...
Exit mobile version