Wednesday, November 26, 2025

পচা শামুকে পা কাটবেন না! সশরীরে হাজিরা না দেওয়ায় পার্থকে ভর্ৎসনা বিচারকের

Date:

পচা শামুকে পা কাটবেন না, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আচরণের রুষ্ট বিচারক। শিক্ষক নিয়োগ মামলায় সম্প্রতি শর্তসাপেক্ষে জামিন পেয়ে বেহালায় নিজের বাড়িতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বুধবার এই মামলার শুনানি ছিল ব্যাংকশাল কোর্টে (Bankshall Court)। আদালতের নির্দেশমতো অভিযুক্তদের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু প্রাক্তন মন্ত্রী সশরীর উপস্থিত না হওয়ায় কড়া ভাষায় ভর্ৎসনা করেন বিচারক শুভেন্দু সাহা (Shubhendu Saha)। স্পষ্ট করে জানিয়ে দেন আদালতে নির্দেশ এবং নিয়ম না মানলে প্রয়োজনে জামিন বাতিলও করা হতে পারে।

পার্থ চট্টোপাধ্যায়ের আচরণে চরম ক্ষুব্ধ ব্যাঙ্কশাল কোর্টের বিচারক শুভেন্দু সাহা। শর্তসাপেক্ষে জামিন দেওয়ার সময় অভিযুক্তকে বলা হয়েছিল তদন্তে সহযোগিতার পাশাপাশি এই মামলা সংক্রান্ত আদালতের প্রত্যেকটা শুনানিতে হাজিরা দিতে হবে। কিন্তু জেল মুক্তি হওয়ার পরই স্বাস্থ্যের দোহাই দিয়ে বুধে আদালতে এলেন না পার্থ। পরিবর্তে তাঁর আইনজীবী প্রাক্তন মন্ত্রীর শারীরিক সমস্যার কথা জানাতেই বিচারক শুভেন্দু সাহা বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়-সহ যাঁরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে, তাঁদের প্রত্যেককে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। আশাকরি পচা শামুকে পা কাটবেন না। উচ্চ আদালত থেকে যাঁরা জামিন পেয়েছেন, তাঁদের আইনজীবীকে বলে দিচ্ছি, ওঁদের গিয়ে বলে দেবেন, শুনানি থাকলে প্রত্যেককে আদালতে উপস্থিত হতে হবে। হাজিরা না দিলে এই কোর্টের অধিকার আছে জামিন বাতিল করে দেওয়ার।’ এদিন শুনানিতে অনুপস্থিত ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ বাকি অভিযুক্তরাও। তবে হাজিরা দিতে দেখা গেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে(Chandranath Sinha)। উপস্থিত ছিলেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্যরাও।

 

Related articles

SSC নিয়োগের সব মামলা কলকাতা হাই কোর্টে পাঠাল শীর্ষ আদালত

SSC নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাই কোর্টে পাঠাল শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয়...

ঘরের মাঠে ফের চুনকামের লজ্জা, গম্ভীরের ভারতের থেকে প্রাপ্তি শুধুই হতাশা

চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছিল চতুর্থ দিনের বেলাশেষেই। পঞ্চম দিনে নাটকীয় কোনও পট পরিবর্তন হল না। সাড়ে তিন ঘণ্টায়...

সংবিধান মানব, বিজেপির গাইডলাইন নয়: সংবিধান হাতে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে গর্জে উঠলেন মমতা

সংবিধান মেনে চলব। বিজেপির গাইডলাইনে নয়, পরিষ্কার করে বলে গেলাম। বুধবার, সংবিধান দিবসে (Constitution Day) বাবা সাহেব আম্বেদকরের...

‘প্লে-বয়’ পলাশ! স্মৃতির স্টাইলেই প্রাক্তন প্রেমিকাকে প্রপোজের ছবি ভাইরাল বলিউড সুরকারের

পলাশ মুচ্ছল (Palash Muchhal) কি শুধু গার্লফ্রেন্ডদের 'চিট' করতেই সিদ্ধহস্ত নাকি আরও কিছু করেন তিনি, এ প্রশ্নই এখন...
Exit mobile version