রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপরে ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার (Kaliachak Police Station, Maldah) জালালপুর গ্রাম পঞ্চায়েতের লতিফপুর লাগোয়া নিচেরকান্দি এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম আজহার আলি (Azhar Ali)। পুলিশ সূত্রে জানা গেছে, একটি জলসার অনুষ্ঠানে পাপড় বিক্রি করে রাত নটা নাগাদ যদুপুরের দিক থেকে ১২ নম্বর জাতীয় সড়ক (NH 2) ধরে সাইকেল চালিয়ে ফিরছিলেন তিনি। সেই সময় রাস্তার ধারে কয়েকজন দুষ্কৃতী আজহারকে গুলি করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যেই ব্যবসায়ীকে আক্রমণ করা হয়েছিল। স্থানীয়রা দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ। ৫৫ বছর বয়সী ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। দুষ্কৃতীরা আজহারের সাইকেল নিয়েও পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাঁপড় বিক্রেতার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, ১২ নম্বর জাতীয় সড়কের নিচেরকান্দি এলাকায় রোজ সন্ধ্যার পর থেকেই ছিনতাইয়ের উদ্দেশে জড়ো হয় দুষ্কৃতীরা। পুলিশি গাফিলতির দিকে আঙুল তুলেছেন তাঁরা।
–
–
–
–
–
–
–
–
–
