SSC নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাই কোর্টে পাঠাল শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ (Division Bench) এই নির্দেশ দিয়েছে। অতিরিক্ত ১০ নম্বর দেওয়া, অযোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীর আবেদন-সহ আরও যা মামলা আছে এবার তা শুনবে হাই কোর্ট (Calcutta High Court)। একই সঙ্গে ফের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, অযোগ্যদের কোনও ভাবেই নিয়োগ করা যাবে না।
এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, “আমরা একবারও বলিনি নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে ফ্রেশারদের অন্তর্ভুক্ত করতে হবে। আদালত শুধু বলেছিল, একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী যেন পরীক্ষায় না বসেন। রাজ্য যখন নতুন-পুরনো মিলিয়ে একসঙ্গে পরীক্ষা নিয়েছে, তখন সেটা তারাই বুঝবে। যোগ্য প্রার্থীরা যেন কোনওভাবেই সমস্যায় যেন না পড়েন।”
এর পরেই ডিভিশন বেঞ্চ জানায়, SSC সংক্রান্ত এই সব মামলা এবার থেকে শুনবে কলকাতা হাই কোর্ট। মামলাকারীরা হাইকোর্টে তাঁদের সমস্যা জানাবেন। একই সঙ্গে বিচারপতি জানান, সম্পূর্ণ তথ্যসহ দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। বর্তমান নিয়োগ প্রক্রিয়া যাতে বন্ধ না হয়, তার পক্ষে সওয়াল করেন আইনজীবীরা। শীর্ষ আদালত এই বিষয়টিও হাইকোর্টের উপর ছাড়ে।
আরও খবর: সংবিধান দিবসে গণতন্ত্রের সঙ্কট প্রসঙ্গে সরব মমতা, আদর্শ রক্ষার অঙ্গীকার অভিষেকের
–
–
–
–
–
–
–
