ঘরের মাঠে হতাশাজনক ফলাফল। কিন্ত তারপরেও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)উপর আস্থা হারাচ্ছে না বিসিসিআই(BCCI)। সামনে ঠাসা ক্রীড়াসূচি, নতুন বছরের প্রথমেই আবার টি২০ বিশ্বকাপ। ফলে কোনও রকম ঝাঁকুনি দিতে নারাজ বিসিসিআই।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) সরানোর দাবি উঠেছে বিভিন্ন মহলে। কিন্তু এই বিষয়ে এখনই কোনও পদক্ষেপ নিচ্ছে না বোর্ড। তবে আগামী বছর টি-২০ বিশ্বকাপের আগে নির্বাচক কমিটির সঙ্গে বসতে চলেছেন বোর্ড কর্তারা।
সূত্রের খবর গম্ভীর যে ব্যর্থ, তেমনটা মনে করছেন না বোর্ড কর্তারাও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, হেডকোচের উপর থেকে এখনই আস্থা হারাচ্ছে না বিসিসিআই। বোর্ড সূত্রের খবর, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত গম্ভীরের সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের। ফলে এখনই তাঁকে সরানোর কথা ভাবা হচ্ছে না।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে বোর্ডের এক কর্তা বলেছেন, “এখনই গম্ভীরকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। ও একটা দল তৈরি করছে। ২০২৭-এর বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠক হবে আমাদের। সেখানেই গম্ভীরকে জিজ্ঞাসা করা হবে, দলের ট্রানজিশান প্রক্রিয়া নিয়ে। দুম করে কোনও সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নয় বিসিসিআই।”
সব মিলিয়ে আপাতত গুরু গম্ভীরের উপর ভরসা রাখছে বিসিসিআই।
–
–
–
–
–