Thursday, November 27, 2025

ইমরানের মৃত্যুর খবর সম্পূর্ণ ‘ভিত্তিহীন’: জানাল জেল কর্তৃপক্ষ, কী পদক্ষেপ অবস্থানরত বোনেদের!

Date:

পাকিস্তানের জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) খুন করার গুজব ওড়াল জেল কর্তৃপক্ষ। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পিটিআই (PTI) নেতা জেলের ভিতরে সুস্থই আছেন। মৃত্যুর খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’।

রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং অন্যান্য দুর্নীতির অভিযোগ গত দুবছর ধরে জেল বন্দি ইমরান। বুধবার, বিকেল থেকে বিভিন্ন স্যোশাল ফের খবর রটেছে রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে নাকি ইমরানকে (Imran Khan) পিটিয়ে খুন করা হয়েছে। এদিন এক্স হ্যান্ডলে ‘আফগান টাইমস’ প্রথম প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর রটায়। পরে বিভিন্ন মহলে এই গুজব ছড়ায়। জানা যায়, ইমরানের সঙ্গে তাঁর পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না। গত সপ্তাহে সাপ্তাহিক সাক্ষাতের সময় ইমরান খানের সঙ্গে দেখা করতে আসা বোনেদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরই পিটিআই নেতার তিন বোন আলেমা, উজমা এবং নওরিন খান জেলের বাইরে ১০ ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায়। আর এরপর থেকেই গুঞ্জন বাড়ে।

এদিন গুজবে ইতি টানে জেল প্রশাসন। বিবৃতি দিয়ে বলা হয়েছে, ইমরান সম্পূর্ণ সুস্থ। তাঁকে আদিয়ালা জেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই খবরের কোনও সত্যতা নেই। আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভরত ইমরানের বোন ও সমর্থকদের সঙ্গেও আলোচনায় বসে পুলিশ। তাঁদের আশ্বাস দিয়েছে যে, যে কোনও সময়ই তাঁদের সঙ্গে ইমরানের যোগাযোগ করিয়ে দেওয়া হবে। এই আশ্বাসে অবস্থান তুলে নেন ইমরানের বোনরা ও পিটিআই নেতৃত্ব।

Related articles

সুপ্রিম নির্দেশের পরে দাগিদের তালিকা প্রকাশ করল SSC

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের দাগিদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের অযোগ্য শিক্ষকদের...

ধর্মেন্দ্রর বায়োপিকে সলমন! বলিউডের হিম্যানের প্রয়াণের পরই কানাঘুষো শুরু

প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। সপ্তাহ জুড়েই সোশ্যাল মিডিয়ায় তাঁর স্মৃতিচারণায় অনুরাগীরা। বৃহস্পতির সন্ধ্যায় দেওল পরিবারের (Deol family) তরফ...

পহেলগাম-কাণ্ডে নাম জড়িয়ে বিজেপিশাসিত রাজ্যে সাইবার প্রতারণা! আইনজীবীর আত্মহত্যার অভিযোগ

ডবলইঞ্জিনের রাজ্যে সাইবার প্রতারণার শিকার হয়ে আত্মহত্যার অভিযোগ। পহেলগাম (Pahalgam) জঙ্গি হামলার সঙ্গে নাম জুড়ে দেওয়ার ভয়ঙ্কর মানসিক...

পকেট ফাঁকা মধ্যবিত্তের, অঘ্রাণের বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম!

কার্তিক পেরিয়ে অঘ্রান মাস পড়তে না পড়তেই পঞ্জিকা আর ক্যালেন্ডার মিলিয়ে একের পর এক বিয়ের লগনে সোনার দোকানে...
Exit mobile version