সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের দাগিদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকায় ১৮০৬ জনের নাম রয়েছে। ৫৪ পাতার সেই তালিকায় দাগি প্রার্থীর নাম, রোল নম্বর, বিষয় (যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন), বাবার নাম, প্রার্থীর জন্ম সালের উল্লেখ রয়েছে। তবে, তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন তা বলা নেই।
SSC-ক নিয়োগ মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল (Panel) বাতিল করে দেয় শীর্ষ আদালত। শুনানিতে অযোগ্য প্রার্থীদের একটি তালিকা আদালতে জমা দিয়েছিল এসএসসি। পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানায়, যোগ্য-অযোগ্য আলাদা করতে না পারার কারণেই পুরো প্যানেল বাতিল করা হচ্ছে। প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি যায়। এর পরই সুপ্রিম কোর্ট অযোগ্যদের তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল। পূর্ণাঙ্গ তালিকায় ঠিকানা, পিতৃপরিচয় থাকতে হবে বলেও নির্দেশ দেয় আদালত।
সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার দাগিদের তালিকা প্রকাশ করল SSC। কমিশনের ওয়েবসাইটে (Website) পূর্ণাঙ্গ তালিকা দেখা যাচ্ছে। পূর্ণাঙ্গ তালিকায় ১৮০৬ জনের নাম রয়েছে। ৫৪ পাতার সেই তালিকায় দাগি প্রার্থীর নাম, রোল নম্বর, বিষয় (যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন), বাবার নাম, প্রার্থীর জন্ম সালের উল্লেখ রয়েছে। তবে, তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন তা বলা নেই।
আরও খবর: নিয়োগ আটকাতে চাইছে বিরোধীরা, এসএসসি স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিয়েছে: ব্রাত্য
তার আগেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, “আদালতের নির্দেশ মেনেই SSC তালিকা প্রকাশ করবে।”
এদিকে এদিন ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব OMR শিট প্রকাশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ১০ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোড করতে হবে এসএসসিকে। একই সঙ্গে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাঁদের তালিকাও তলব করেছেন বিচারপতি সিনহা।
–
–
–
–
–