Thursday, November 27, 2025

রহস্যজনক! কে বানালো ভোটার তালিকা তৈরির অ্যাপ, কমিশনকে প্রশ্ন তৃণমূলের

Date:

একদিকে রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রের মারফৎ রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর থাকা সত্ত্বেও নতুন করে ভোটার তালিকা তৈরির জন্য লোক নিয়োগ শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। সেই সঙ্গে সাধারণ মানুষ ও বিএলও-দের (BLO) ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে নতুন এআই অ্যাপ (AI app)। নির্বাচন কমিশনের বড়াই করে প্রচার চালানো এই অ্যাপ নিয়েই এবার প্রশ্ন তুললে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রতিবার কমিশনের এক একটা কারচুপি ধরা পড়ার পরে তা নিয়ে কাটাছেঁড়া চলে। এবার অ্যাপ নির্ভর ভোটার তালিকা (voter list) তৈরি চলাকালীনই এই অ্যাপের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)।

বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম (enumeration form) ফিলাপ চলাকালীন বিএলও-দের যে অ্যাপে ভোটারদের সব তথ্য তুলতে দায়িত্ব দেওয়া হয়েছে তা সরাসরি কমিশনের ইলেক্ট্রনিক খাতায় তালিকাভুক্ত হবে। সেই অ্যাপের মাধ্যমেই না কি ভুয়ো ভোটার যাচাই হবে। যেখানেই ডুপ্লিকেট ভোটারের (duplicate voter) সম্ভাবনা তৈরি হবে, সেখানেই এই অ্যাপই তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ করবে।

সেখানেই তৃণমূল সাংসদ সাকেত গোখলের তিনটি প্রশ্ন। নির্বাচন কমিশন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই অ্যাপ ও তার কার্যকারিতা সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য পেশ করেনি। সেখানেই যে প্রশ্ন আসে তা প্রথমত, এই অ্যাপের নির্মাতা ও বিক্রেতা কারা? দ্বিতীয়ত, এআই সংক্রান্ত যোগ্যতামানগুলি কী এই অ্যাপ (App) পাশ করেছে? তৃতীয়ত, বর্তমানের পিডিএফ সফটওয়্যারের (software) মাধ্যমেই যখন ডুপ্লিকেট ভোটার খোঁজা সম্ভব, তখন এই এআই অ্যাপের (AI app) নতুন করে কী প্রয়োজন?

আর এই সব প্রশ্নই উঠেছে কমিশনের পুরোনো কারচুপির ঘটনা থেকেই। সাকেত সেই ঘটনা উল্লেখ করে বলেন, ২০১৯ সালে মুখোশ খুলেছিল কমিশনের যখন মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপির আইটি সেলের (IT cell) সঙ্গে সম্পর্কযুক্ত একটি সংস্থাকে দিয়ে কাজ করিয়েছিল নির্বাচন কমিশন।

আরও পড়ুন : এসআইআরের চাপ, হৃদরোগে আক্রান্ত বিএলও

সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এই এআই অ্যাপ সংক্রান্ত তথ্যে কেন এত গোপণীয়তা অবলম্বন করছে কমিশন? কী নিশ্চয়তা রয়েছে যে এই অ্যাপ বিজেপির সঙ্গে সম্পর্কযুক্ত কোথাও তৈরি হয়নি? যে ধরনের সন্দেহজনক পদ্ধতিতে এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তাতে কমিশনের জিরো স্বচ্ছতা (zero transparency) প্রমাণিত হয়েছে। ইসিআই কেন নিজেদের স্বচ্ছতা প্রমাণ করতে পারছে না?

Related articles

কালিয়াচকে সালিশি বৈঠক ঘিরে রণক্ষেত্র! নিহত ১ 

মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লকের রাজনগর মডেল মাদ্রাসায় ভুট্টাখেতে ট্র্যাক্টর চালানোকে কেন্দ্র করে ডাকা সালিশি বৈঠক শেষ পর্যন্ত...

শাসক-বিরোধী তরজার মধ্যেই শুরু ভলিবলে রাজ্য চ্যাম্পিয়নশিপ, অতিথি মেয়র

বিতর্কে জেরবার ময়দানে ভলিবল তাঁবুতে। শাসক বিরোধী তরজার মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য চ্যাম্পিয়নশিপ(State Vollyball Championship )।...

আবার ভূমিকম্প বাংলাদেশে! কম্পন ফের সেই নরসিংদীতে

প্রাণঘাতী ভূমিকম্পের আফটার শক এখনও পিছু ছাড়ছে না প্রতিবেশী দেশ বাংলাদেশের। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার কেঁপে উঠল বাংলাদেশের...

‘হাঁটি হাঁটি পা পা’-র সাফল্য কামনায় দিঘার জগন্নাথ মন্দিরে আরতি রুক্মিনীর

রাত পোহালেই মুক্তি পেতে চলেছে অর্ণব মিদ্যা পরিচালিত ছবি 'হাঁটি হাঁটি পা পা'। প্রথমবার বড় পর্দায় একসাথে কাজ...
Exit mobile version