Thursday, November 27, 2025

প্রতিশ্রুতি পালন করেননি আনন্দ বোস! রাজভবনে অভিযোগপত্র হাতে চোপড়ার সন্তানহারা পরিবার

Date:

উত্তর দিনাজপুরের চোপড়ায় BSF-এর খোঁড়া ড্রেনে মাটি চাপা পড়ে মৃত শিশুদের পরিবার এলো রাজভবনে। সেখানে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose) প্রতিশ্রুতিপূরণ করেননি বলে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছে তারা। চিঠিতে লেখা হয়েছে, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, সেই প্রতিশ্রুতি মূল পূরণ হয়নি।“

গত বছর ১২ ফেব্রুয়ারির উত্তর দিনাজপুরের (North Dinajpur) চোপড়া ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম চেতনাগছে BSF-এর খোঁড়া ড্রেনে মাটি চাপা পড়ে মৃত্যু হয় চারশিশুর। শোকার্ত পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার। চারটি পরিবারকে আর্থিক সহায়তা দেয়। বিচারের দাবিতে পথে নামে তৃণমূল (TMC)। স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে ৯দিন ধরে দোষীদের শাস্তির দাবিতে চেতনাগছ  BSF-এর ক্যাম্পের ১০ মিটার দূরেই ধর্নায় বসে থাকেন তৃণমূলে কর্মীরা। ঘটনার ৯দিনের মাথায় ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। রাজ্যপাল ফান্ড থেকে মৃতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেন। কিন্তু প্রায় দুবছর হতে চলল, কিন্তু এখনও কোনও সাহায্য আসেনি। রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিল সন্তানহারা পরিবারগুলি। এই বিষয় নিয়ে আনন্দ বোসকে নিশানা করে তৃণমূল। বলা হয়, মৃত্যু কোনও ক্ষতিপূরণ হয় না। তবে, শোকাহত পরিবারের পাশে থাকতে যা সাহায্য় করার রাজ্য সরকার করেছে। তার পরেও ঘটনাস্থলে গিয়ে পরিবার পিছু ১ লক্ষ টাকা সাহায্যের প্রতিশ্রুতি দেন রাজ্যপাল। প্রশ্ন তোলা হয়, যদি দিতে না পারেন তা হলে বলেছিলেন কেন? লোক দেখানো ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল। নাটক করছেন। সেইসময় সময় দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই কটাক্ষ তৃণমূলের।

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রাজভবনে আসেন সন্তানহারা পরিবারের সদস্যরা। সঙ্গে একটি চিঠি নিয়ে আসেন তাঁরা। সেখানে লেখা রয়েছে।

“আপনি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনা গদ গ্রামে এক দুর্ঘটনা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে BSF-এর খোদাই করা ড্রেনে চারটি শিশু মাটি চাপা পরে মারা যায়। সেই শোকাহত চারটি পরিবারের সাথে আপনি দেখা করে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, সেই প্রতিশ্রুতি মূল পূরণ হয়নি। আমরা আপনার দৃষ্টি এই বিষয়ে আকর্ষণ করতে চাই এবং জানতে চাই এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে।“ এখন এই অভিযোগপত্র পাওয়ার পরে রাজ্যপাল কী করেন সেটাই দেখার।

Related articles

কালিয়াচকে সালিশি বৈঠক ঘিরে রণক্ষেত্র! নিহত ১ 

মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লকের রাজনগর মডেল মাদ্রাসায় ভুট্টাখেতে ট্র্যাক্টর চালানোকে কেন্দ্র করে ডাকা সালিশি বৈঠক শেষ পর্যন্ত...

শাসক-বিরোধী তরজার মধ্যেই শুরু ভলিবলে রাজ্য চ্যাম্পিয়নশিপ, অতিথি মেয়র

বিতর্কে জেরবার ময়দানে ভলিবল তাঁবুতে। শাসক বিরোধী তরজার মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য চ্যাম্পিয়নশিপ(State Vollyball Championship )।...

আবার ভূমিকম্প বাংলাদেশে! কম্পন ফের সেই নরসিংদীতে

প্রাণঘাতী ভূমিকম্পের আফটার শক এখনও পিছু ছাড়ছে না প্রতিবেশী দেশ বাংলাদেশের। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার কেঁপে উঠল বাংলাদেশের...

‘হাঁটি হাঁটি পা পা’-র সাফল্য কামনায় দিঘার জগন্নাথ মন্দিরে আরতি রুক্মিনীর

রাত পোহালেই মুক্তি পেতে চলেছে অর্ণব মিদ্যা পরিচালিত ছবি 'হাঁটি হাঁটি পা পা'। প্রথমবার বড় পর্দায় একসাথে কাজ...
Exit mobile version