কার্তিক পেরিয়ে অঘ্রান মাস পড়তে না পড়তেই পঞ্জিকা আর ক্যালেন্ডার মিলিয়ে একের পর এক বিয়ের লগনে সোনার দোকানে বাড়ছে ভিড়। লাভবান বিক্রেতারা, পকেট ফাঁকা আমজনতার। ধনতেরাসের পর থেকে সোনা ও রুপোর দাম কমতে শুরু করলেও বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম (gold price increased)। বুধবার একলাফে হলুদ ধাতুর দাম বেড়েছিল ৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত, বৃহস্পতিতেও প্রায় সেই ট্রেন্ড বজায় থাকলো।
২৭ নভেম্বর ২০২৫-এ ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১২ হাজার ৭৯২ টাকা, ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২৭ হাজার ৯২০ টাকা। বিয়ের জন্য প্রধানত ২২ ক্যারেট গয়নাই বেশি কেনেন ক্রেতারা। সেই গয়নার এক গ্রামের দাম ১১ হাজার ৭২৬ টাকা। ২২ ক্যারেটের দশ গ্রাম সোনা কিনতে চাইলে দাম পড়বে ১ লক্ষ ১৭ হাজার ২৬০ টাকা (জিএসটি ব্যতীত)।ব্যবসায়ীদের একাংশের মত, আন্তর্জাতিক বাজারে (International Market) সোনার দামের অস্থিরতার প্রভাবই এ দেশে পড়ছে। এদিন রুপোর দামও যথেষ্ট ঊর্ধ্বমুখী।১০০ গ্রাম রুপোর দাম (Silver Rate) হয়েছে ১৬ হাজার ৯১০ টাকা।
–
–
–
–
–
–
–
–