Friday, January 9, 2026

পহেলগাম-কাণ্ডে নাম জড়িয়ে বিজেপিশাসিত রাজ্যে সাইবার প্রতারণা! আইনজীবীর আত্মহত্যার অভিযোগ

Date:

Share post:

ডবলইঞ্জিনের রাজ্যে সাইবার প্রতারণার শিকার হয়ে আত্মহত্যার অভিযোগ। পহেলগাম (Pahalgam) জঙ্গি হামলার সঙ্গে নাম জুড়ে দেওয়ার ভয়ঙ্কর মানসিক চাপ সামলাতে না পেরে মধ্যপ্রদেশের (Madhyapradesh) ভোপালের জাহাঙ্গিরাবাদের বাসিন্দা সিনিয়র অ্যাডভোকেট (Advocate) শিবকুমার বর্মা আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ।

সোমবার রাতে তাঁর বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ (Police)। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া গিয়েছে যেখানে তিনি লিখেছেন, “আমাকে বলা হয়েছে, কেউ আমার নাম-পরিচয় ব্যবহার করে একটি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে এবং সেই অ্যাকাউন্টকে পহেলগাম Pahalgam) জঙ্গি হামলার অর্থ সাহায্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এই অপমান আমি সহ্য করতে না পেরে আত্মহত্যা করছি। কেউ আমার নামে নকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে জঙ্গি আসিফকে টাকা পাঠানোর অভিযোগ ছড়িয়েছে। আমাকে বিশ্বাসঘাতক বলা হলে আমি সেই বদনাম নিয়ে বাঁচতে পারব না।”

চিরকুটে শিবকুমার বর্মা (Shivkumar Varma) জানান, ১৯৮৪ সালের ভোপাল গ্যাস বিপর্যয়ের সময় অসংখ্য মৃতদেহের সৎকার করেছেন তিনি। তৎকালীন মুখ্যমন্ত্রী তাঁকে সহায়তার জন্য একটি অ্যাম্বুল্যান্স দিয়েছিলেন। প্রায় ৫০ বার রক্তদান করে বহু মানুষের জীবন বাঁচিয়েছেন।

সূত্রের খবর, ঘটনার সময় শিবকুমারের স্ত্রী ও মেয়ে দিল্লিতে (Delhi) ছিলেন। ছেলে কর্মসূত্রে পুনেতে থাকেন। স্ত্রী ফোনে না পেয়ে প্রতিবেশীকে খোঁজ নিতে বলেন। জানালা দিয়ে তিনিই প্রথম দেহ দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ‘ডিজিটাল অ্যারেস্ট’ এর ফলেই এই ঘটনা। সাইবার ব্ল্যাকমেল (Blackmail) করে ভয় দেখিয়ে আইনি বিপদের ভাবনা ঢুকিয়ে এই ব্যক্তিকে ভয়ানক পরিণতির দিকে ঠেলে দেওয়া হয়েছে।

এই ঘটনায় ভোপাল পুলিশ কমিশনার হরিনারায়ণচরী মিশ্র জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করতে একাধিক টিম গঠন করা হয়েছে। চিরকুটে যে নম্বর ও অ্যাকাউন্টের কথা বলা হয়েছে সেগুলির সব তথ্য সংগ্রহ করা হয়েছে। কিন্তু এই ঘটনাটি ফের একবার সাইবার অপরাধের বাড়বাড়ন্তর বিষয়টি প্রকাশ্যে এনে দিল।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...