Thursday, November 27, 2025

ইডির হাতে গ্রেফতার অনলাইন মানি গেমিং প্ল্যাটফর্ম উইনজো-র দুই প্রতিষ্ঠাতা

Date:

আর্থিক তছরুপের অভিযোগে অনলাইন মানি গেমিং(Online gameing app) প্ল্যাটফর্ম উইনজো-র প্রতিষ্ঠাতা সৌম সিং রাঠোর এবং পবন নন্দকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)(ED)। দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বেঙ্গালুরুর জোনাল অফিসে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইডি অফিসাররা।

প্রসঙ্গত, চলতি বছর অনলাইন মানি গেমিং(Online gameing app) নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রের তরফে। এর পরে একাধিক গেমিং প্ল্যাটফর্ম বন্ধ হয়েছে। অনলাইন মানি গেমিং নিষিদ্ধ হওয়ার পরে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে হত। উইনজ়োর দুই কর্তার বিরুদ্ধে সেই নির্দেশ না মানার অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।

ইডি-র অভিযোগ সৌম ও পবন গেমারদের ৪৩ কোটি টাকা আটকে রেখেছেন। এই সংস্থার বিরুদ্ধে রিয়েল মানি গেমিংয়ের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগও রয়েছে এমনকি গেমারদের মিসলিড করার অভিযোগ রয়েছে। প্রভিশন অফ দ্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে গত সপ্তাহে ইডি আধিকারিকরা উইনজো এবং গেমক্রাফ্টের অফিসে হানা দেন।

উল্লেখ্য, এই জাতীয় সংস্থার বিরুদ্ধে জার্মানি, ব্রাজিল, আমেরিকার মতো দেশে ভারত থেকে একাধিক মানি গেমিং পরিচালনার অভিযোগ রয়েছে। এই সব অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে ইডি। এরপর উইনজ়োর বিভিন্ন সম্পত্তি পিএমএলএ-র অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, ইডি বন্ড, ফিক্সড ডিপোজ়িট এবং মিউচুয়াল ফান্ডে থাকা উইনজোর ৫০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই সংস্থার বিরুদ্ধে ভারত থেকে বিদেশের বিভিন্ন ব্যাঙ্কে টাকা সরানোর অভিযোগও রয়েছে।

Related articles

ধর্মেন্দ্রর বায়োপিকে সলমন! বলিউডের হিম্যানের প্রয়াণের পরই কানাঘুষো শুরু

প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। সপ্তাহ জুড়েই সোশ্যাল মিডিয়ায় তাঁর স্মৃতিচারণায় অনুরাগীরা। বৃহস্পতির সন্ধ্যায় দেওল পরিবারের (Deol family) তরফ...

পহেলগাম-কাণ্ডে নাম জড়িয়ে বিজেপিশাসিত রাজ্যে সাইবার প্রতারণা! আইনজীবীর আত্মহত্যার অভিযোগ

ডবলইঞ্জিনের রাজ্যে সাইবার প্রতারণার শিকার হয়ে আত্মহত্যার অভিযোগ। পহেলগাম (Pahalgam) জঙ্গি হামলার সঙ্গে নাম জুড়ে দেওয়ার ভয়ঙ্কর মানসিক...

পকেট ফাঁকা মধ্যবিত্তের, অঘ্রাণের বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম!

কার্তিক পেরিয়ে অঘ্রান মাস পড়তে না পড়তেই পঞ্জিকা আর ক্যালেন্ডার মিলিয়ে একের পর এক বিয়ের লগনে সোনার দোকানে...

ইমরানের মৃত্যুর খবর সম্পূর্ণ ‘ভিত্তিহীন’: জানাল জেল কর্তৃপক্ষ, কী পদক্ষেপ অবস্থানরত বোনেদের!

পাকিস্তানের জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) খুন করার গুজব ওড়াল জেল কর্তৃপক্ষ। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে...
Exit mobile version