মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লকের রাজনগর মডেল মাদ্রাসায় ভুট্টাখেতে ট্র্যাক্টর চালানোকে কেন্দ্র করে ডাকা সালিশি বৈঠক শেষ পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গঙ্গা নদীর চর এলাকায় একটি ট্র্যাক্টর ভুট্টা নষ্ট করে দেয় বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছিল। সেই পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার সকালে গ্রামবাসীদের উপস্থিতিতে সালিশি সভা বসে।
কিন্তু বৈঠক শুরু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তর্ক-বিতর্ক ভয়াবহ আকার নেয়। লাঠি, ঘুষি চালিয়ে পরস্পরের উপর চড়াও হয় দুই পক্ষ। মুহূর্তের মধ্যে আতঙ্কে ছুটোছুটি শুরু করে আশপাশের মানুষ। সংঘর্ষে মোট ছ’জন আহত হন।
আহতদের দ্রুত কালিয়াচক হাসপাতালে নিয়ে যাওয়া হলে একরামুল সেখ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত বাদশা সেখকে মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। বাকিদের সিলামপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
গত এক সপ্তাহ ধরে জমি-বিবাদ থেকে দুষ্কৃতী হামলা—এমন সাতটি ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে কালিয়াচকের বিভিন্ন এলাকায়। বারবার ঘটতে থাকা এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন – শাসক-বিরোধী তরজার মধ্যেই শুরু ভলিবলে রাজ্য চ্যাম্পিয়নশিপ, অতিথি মেয়র
_
_
_
_
_