Thursday, January 29, 2026

সুপ্রিম নির্দেশের পরে দাগিদের তালিকা প্রকাশ করল SSC

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের দাগিদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকায় ১৮০৬ জনের নাম রয়েছে। ৫৪ পাতার সেই তালিকায় দাগি প্রার্থীর নাম, রোল নম্বর, বিষয় (যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন), বাবার নাম, প্রার্থীর জন্ম সালের উল্লেখ রয়েছে। তবে, তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন তা বলা নেই।

SSC-ক নিয়োগ মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল (Panel) বাতিল করে দেয় শীর্ষ আদালত। শুনানিতে অযোগ্য প্রার্থীদের একটি তালিকা আদালতে জমা দিয়েছিল এসএসসি। পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানায়, যোগ্য-অযোগ্য আলাদা করতে না পারার কারণেই পুরো প্যানেল বাতিল করা হচ্ছে। প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি যায়। এর পরই সুপ্রিম কোর্ট অযোগ্যদের তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল। পূর্ণাঙ্গ তালিকায় ঠিকানা, পিতৃপরিচয় থাকতে হবে বলেও নির্দেশ দেয় আদালত।

সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার দাগিদের তালিকা প্রকাশ করল SSC। কমিশনের ওয়েবসাইটে (Website) পূর্ণাঙ্গ তালিকা দেখা যাচ্ছে। পূর্ণাঙ্গ তালিকায় ১৮০৬ জনের নাম রয়েছে। ৫৪ পাতার সেই তালিকায় দাগি প্রার্থীর নাম, রোল নম্বর, বিষয় (যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন), বাবার নাম, প্রার্থীর জন্ম সালের উল্লেখ রয়েছে। তবে, তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন তা বলা নেই।
আরও খবরনিয়োগ আটকাতে চাইছে বিরোধীরা, এসএসসি স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিয়েছে: ব্রাত্য

তার আগেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন,  “আদালতের নির্দেশ মেনেই SSC তালিকা প্রকাশ করবে।”

এদিকে এদিন ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব OMR শিট প্রকাশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ১০ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোড করতে হবে এসএসসিকে। একই সঙ্গে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাঁদের তালিকাও তলব করেছেন বিচারপতি সিনহা।

spot_img

Related articles

আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য, অজিতের বাসভবনে সকাল থেকে ভিড় কর্মী – সমর্থকদের

বিমান দুর্ঘটনায় (Plane Accident) প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারকে (Ajit Pawar) শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে তাঁর...

আজকের রাশিফল

মেষ: দুশ্চিন্তার মেঘ কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে মনে শান্তি ফিরবে। জীবনসঙ্গীর সঙ্গে রসায়ন জমজমাট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি...

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...