বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। চলতি বছরের ২৫ আগস্ট এই নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল PSC।

মামলাকারীর অভিযোগ, পরীক্ষায় বসার জন্যে প্রাথমিক শর্ত তিন বছর আইনজীবী হিসাবে অভিজ্ঞতার থাকলেও PSC সেটা এড়িয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট (Supreme Court) তার নির্দেশে এই অভিজ্ঞতা বাধ্যতামূলক করেছিল। বিচারক পদে প্রথম পদ সিভিল জজ (জুনিয়র ডিভিশন) হিসাবে নিযুক্ত হতে গেলে এই পরীক্ষা (Exam) দিতে হয়। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে পিএসসি সেই। নির্দেশিকা মানেনি বলে মামলকারীর অভিযোগ। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে এই মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভবনা রয়েছে বলে জানা গিয়েছে।

–

–

–

–

–

–

–


