Friday, January 30, 2026

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

Date:

Share post:

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করছেন বিএলও-রা, কখনও অসুস্থ হয়ে প্রাণ চলে যাচ্ছে। সেই রকমই এবার অত্যধিক চাপে হৃদরোগে আক্রান্ত (heart attack) হয়ে মৃত্যু হল এক বিএলও-র (BLO)। সারাদিনের কাজের শেষে রাত জেগে কাজ করার জন্য মৃত্যু হল এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের, দাবি পরিবার ও সহকর্মীদের। কমিশনের অ্যাপে (BLO app) কাজ করার সমস্যাকেই দায়ী করলেন তাঁরা।

গুজরাটের (Gujarat) মহেশানা জেলার (Mehsana) সুদশনা গ্রামের প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দীনেশকুমার রাওয়াল স্থানীয় বিএলও হিসাবে কাজ করছিলেন। সম্প্রতি কমিশনের অ্যাপে আপলোডের (upload) কাজ করার জন্য তাঁকে রাত জাগতে হচ্ছিল বলে দাবি পরিবারের। বৃহস্পতিবার রাতেও তিনি সেভাবেই আপলোডিংয়ের (uploading) কাজ করছিলেন। কারণ কমিশনের সার্ভারটি (server) রাতেই একমাত্র কাজ করে। রাত ২.৩০ নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের তরফ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা না হলেও কমিশনের কাজের চাপকেই তাঁরা এই মৃত্যুর জন্য দায়ী করেছেন। স্কুলের প্রধান শিক্ষক (principal) হওয়ায় তাঁর স্কুলের কাজের চাপ থাকত। সেই সঙ্গে কমিশনের (Election Commission) বেহাল ব্যবস্থায় রাত জেগে ছাড়া আপলোডিংয়ের কাজ করা যেত না। তার কারণেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন বলে দাবি পরিবারের সদস্যদের।

আরও পড়ুন : এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

একই অভিযোগ মৃত বিএলও-র সহকর্মীদেরও। ওই এলাকায় গত ১৫ বছর ধরে বিএলও (BLO) হিসাবে কাজ করছেন তিনি। কিন্তু এবছর এত চাপ দেওয়া হয়েছে কমিশনের দিক থেকে তার জন্য ঘুমাতে পারছেন না বিএলও-রা। এলাকায় দীর্ঘদিন কাজ করার জন্য ভেরিফিকেশন (verification) নিয়ে তাঁকে মোটেও বেগ পেতে হয়নি। কিন্তু কমিশনের নতুন অ্যাপে রাত জেগে ছাড়া কাজ করা যেত না। যার ফলে মৃত রাওয়াল ছাড়াও অন্যান্য বহু বিএলও অসুস্থ হয়ে পড়ছেন বলে গুজরাটের প্রাথমিক শিক্ষক সংগঠনের দাবি।

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...